60's Love Songtext
von Level Five
60's Love Songtext
ওই দূরে চলো না নীল আকাশে
হারিয়ে যাই তোমার হাতটি ধরে
পায়ে পায়ে ঘুঙুর পায়ে, হারিয়ে তুমি
কাশবনের মৃদুল বাতাসে হয়েছি
চলো না হারিয়ে যাই তোমায় নিয়ে
কোনো নাম না জানা, ওই অজানা শহরে, চলো
ওই দুরের আকাশটাকে বলতে চাই, আমি তোমার হাতটা ধরে
রংধনুর মাঝে হারিয়ে যেতে চাই, আমি তোমায় নিয়ে
চলো না হারিয়ে যাই, তোমায় নিয়ে
কোনো নাম না জানা, ওই অজানা শহরে, চলো
হারিয়ে যাই তোমার হাতটি ধরে
পায়ে পায়ে ঘুঙুর পায়ে, হারিয়ে তুমি
কাশবনের মৃদুল বাতাসে হয়েছি
চলো না হারিয়ে যাই তোমায় নিয়ে
কোনো নাম না জানা, ওই অজানা শহরে, চলো
ওই দুরের আকাশটাকে বলতে চাই, আমি তোমার হাতটা ধরে
রংধনুর মাঝে হারিয়ে যেতে চাই, আমি তোমায় নিয়ে
চলো না হারিয়ে যাই, তোমায় নিয়ে
কোনো নাম না জানা, ওই অজানা শহরে, চলো
Writer(s): Aiedid Rashid, Alamgir Kaiser, Ehsan Kaizer Lyrics powered by www.musixmatch.com