Shuvro Tushar Songtext
von Kona
Shuvro Tushar Songtext
শুভ্র তুষার ঝরে পড়েছে ধরায়
কিছু সুখ উঁকি দিলো আমার আঙিনায়
মিষ্টি অনুরাগ জমেছে কোথায়
ঠিকানা হারিয়ে গেছে কোন সীমানায়
নিমিষে বদলে দিলে পৃথিবীর রূপ
হিসেবের জোড়া সাঁকো, অযাচিত সুখ
নিমিষে বদলে দিলে পৃথিবীর রূপ
হিসেবের জোড়া সাঁকো, অযাচিত সুখ
এমন রাতে দুঃখগুলো লুকিয়ে যায় দূরে
এমন রাতে নির্মল প্রেম শুধু ধরা পড়ে
এমন রাতে দুঃখগুলো লুকিয়ে যায় দূরে
এমন রাতে নির্মল প্রেম শুধু ধরা পড়ে
আমি তাই শূন্য হাতে ডেকেছি তোমায়
যদি তুমি আসো, পাখি, হৃদয়ের খাঁচায়
আমি তাই শূন্য হাতে ডেকেছি তোমায়
যদি তুমি আসো, পাখি, হৃদয়ের খাঁচায়
ফেরাতে চাও হতাশাতে বদলে যাওয়া সব
ফেলে আসা ইচ্ছেগুলোর ব্যর্থ অনুভব
ফেরাতে চাও হতাশাতে বদলে যাওয়া সব
ফেলে আসা ইচ্ছেগুলোর ব্যর্থ অনুভব
ছুটে যাই মরীচিকায় খুঁজতে যে তোমায়
যদি তুমি ফিরে আসো এমন ধারণায়
ছুটে যাই মরীচিকায় খুঁজতে যে তোমায়
যদি তুমি ফিরে আসো এমন ধারণায়
কিছু সুখ উঁকি দিলো আমার আঙিনায়
মিষ্টি অনুরাগ জমেছে কোথায়
ঠিকানা হারিয়ে গেছে কোন সীমানায়
নিমিষে বদলে দিলে পৃথিবীর রূপ
হিসেবের জোড়া সাঁকো, অযাচিত সুখ
নিমিষে বদলে দিলে পৃথিবীর রূপ
হিসেবের জোড়া সাঁকো, অযাচিত সুখ
এমন রাতে দুঃখগুলো লুকিয়ে যায় দূরে
এমন রাতে নির্মল প্রেম শুধু ধরা পড়ে
এমন রাতে দুঃখগুলো লুকিয়ে যায় দূরে
এমন রাতে নির্মল প্রেম শুধু ধরা পড়ে
আমি তাই শূন্য হাতে ডেকেছি তোমায়
যদি তুমি আসো, পাখি, হৃদয়ের খাঁচায়
আমি তাই শূন্য হাতে ডেকেছি তোমায়
যদি তুমি আসো, পাখি, হৃদয়ের খাঁচায়
ফেরাতে চাও হতাশাতে বদলে যাওয়া সব
ফেলে আসা ইচ্ছেগুলোর ব্যর্থ অনুভব
ফেরাতে চাও হতাশাতে বদলে যাওয়া সব
ফেলে আসা ইচ্ছেগুলোর ব্যর্থ অনুভব
ছুটে যাই মরীচিকায় খুঁজতে যে তোমায়
যদি তুমি ফিরে আসো এমন ধারণায়
ছুটে যাই মরীচিকায় খুঁজতে যে তোমায়
যদি তুমি ফিরে আসো এমন ধারণায়
Writer(s): Sheikh Adnan Almuqtadir Lyrics powered by www.musixmatch.com