Amar Mallikabone Songtext
von Kavita Krishnamurthy
Amar Mallikabone Songtext
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
তখনো কুহেলীজালে
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
এখনো বনের গান, বন্ধু, হয় নি তো অবসান
তবু এখনি যাবে কি চলি
এখনো বনের গান, বন্ধু, হয় নি তো অবসান
তবু এখনি যাবে কি চলি
ও মোর, করুণ বল্লিকা
ও তোর, শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
তখনো কুহেলীজালে
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
এখনো বনের গান, বন্ধু, হয় নি তো অবসান
তবু এখনি যাবে কি চলি
এখনো বনের গান, বন্ধু, হয় নি তো অবসান
তবু এখনি যাবে কি চলি
ও মোর, করুণ বল্লিকা
ও তোর, শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি
আমার মল্লিকাবনে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকাবনে
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com