Osomo 12 Songtext
von Karnival
Osomo 12 Songtext
মাতাল মগ্ন নিত্য
ভাঙা অদৃশ্য গলিতে
কান্না আমাকে ছুঁতে পারবে না
ক্ষতগুলো আজও উজ্জ্বল নগ্ন
তোমার হাসির ছুরি
বুকের তরঙ্গে রাখলাম
কান্না আমাকে ছুঁতে পারবে না
ক্ষতগুলো আজও উজ্জ্বল নগ্ন
ভাঙা অদৃশ্য গলিতে
কান্না আমাকে ছুঁতে পারবে না
ক্ষতগুলো আজও উজ্জ্বল নগ্ন
তোমার হাসির ছুরি
বুকের তরঙ্গে রাখলাম
কান্না আমাকে ছুঁতে পারবে না
ক্ষতগুলো আজও উজ্জ্বল নগ্ন
Writer(s): Tinu Rashid Lyrics powered by www.musixmatch.com