Bidhatar Aahobaan Songtext
von Karnival
Bidhatar Aahobaan Songtext
আজ আমি চিনি অন্য নিজেকে
মহাকালের এই ঘূর্ণিপাকে
নিজে খুঁজে ফিরি নিজের অনুভূতিকে
বিধাতার এ কঠিন মায়াজালে
অন্ধকার ছেড়ে আলোর দুয়ারে
নিজের প্রতিচ্ছবির ছায়া ভাসে
অন্য আমি আজ আমার কাছে
নিজেই যেন আজ বহুদূরে
পৃথিবীর এ করুণ দৃষ্টি
কেড়ে রাখে আমার আশায়
বিধাতা, বিধাতা, বিধাতা
বিধাতা সবার মাঝে
বিধাতা অন্ধকারে
বিধাতা সবার মাঝে
বিধাতা অন্ধকারে
অন্য আমি আজ আমার কাছে
নিজেই যেন আজ বহুদূরে
পৃথিবীর এ করুণ দৃষ্টি
কেড়ে রাখে আমার আশায়
বিধাতা, বিধাতা, বিধাতা
অন্য আমি আজ আমার কাছে
নিজেই যেন আজ বহুদূরে
পৃথিবীর এ করুণ দৃষ্টি
কেড়ে রাখে আমার আশায়
বিধাতা, বিধাতা, বিধাতা
মহাকালের এই ঘূর্ণিপাকে
নিজে খুঁজে ফিরি নিজের অনুভূতিকে
বিধাতার এ কঠিন মায়াজালে
অন্ধকার ছেড়ে আলোর দুয়ারে
নিজের প্রতিচ্ছবির ছায়া ভাসে
অন্য আমি আজ আমার কাছে
নিজেই যেন আজ বহুদূরে
পৃথিবীর এ করুণ দৃষ্টি
কেড়ে রাখে আমার আশায়
বিধাতা, বিধাতা, বিধাতা
বিধাতা সবার মাঝে
বিধাতা অন্ধকারে
বিধাতা সবার মাঝে
বিধাতা অন্ধকারে
অন্য আমি আজ আমার কাছে
নিজেই যেন আজ বহুদূরে
পৃথিবীর এ করুণ দৃষ্টি
কেড়ে রাখে আমার আশায়
বিধাতা, বিধাতা, বিধাতা
অন্য আমি আজ আমার কাছে
নিজেই যেন আজ বহুদূরে
পৃথিবীর এ করুণ দৃষ্টি
কেড়ে রাখে আমার আশায়
বিধাতা, বিধাতা, বিধাতা
Writer(s): Tinu Rashid Lyrics powered by www.musixmatch.com