Janeman Songtext
von Jeet Gannguli
Janeman Songtext
কে যেন হাত ধরে স্বপ্নে চুপিসারে
ছুঁয়েছে এ মনের জানলা
কী নামে ডাকবো যে, দু′চোখে রং খোঁজে
বিপদে পড়েছি, কে সামলায়
হঠাৎ পাগলামি, উড়েছি মেঘে আমি
এসেছে সুনামির ঝড়
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই
বেহিসাবের পাতা, জমানো তোর কথা
হাজারো বাতুলতা যত্নে
এসেছি সব ছেড়ে, কে যেন ডাকছে রে
চল না যাই চলে স্বপ্নে
এগুলো পাগলামি, প্রেমে পাগল আমি
এসেছে সুনামির ঝড়
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই
পড়েছি দোটানায়, কে আসে কে পালায়
মুঠোতে তোর যত বায়না
পোড়াবো চোখ না কি, যে রাতে জোনাকি
আলো ছুঁড়ে ডাকে, আয় না
এসব পাগলামি, পাগল হয়ে আমি
এসেছে সুনামির ঝড়
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই
ছুঁয়েছে এ মনের জানলা
কী নামে ডাকবো যে, দু′চোখে রং খোঁজে
বিপদে পড়েছি, কে সামলায়
হঠাৎ পাগলামি, উড়েছি মেঘে আমি
এসেছে সুনামির ঝড়
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই
বেহিসাবের পাতা, জমানো তোর কথা
হাজারো বাতুলতা যত্নে
এসেছি সব ছেড়ে, কে যেন ডাকছে রে
চল না যাই চলে স্বপ্নে
এগুলো পাগলামি, প্রেমে পাগল আমি
এসেছে সুনামির ঝড়
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই
পড়েছি দোটানায়, কে আসে কে পালায়
মুঠোতে তোর যত বায়না
পোড়াবো চোখ না কি, যে রাতে জোনাকি
আলো ছুঁড়ে ডাকে, আয় না
এসব পাগলামি, পাগল হয়ে আমি
এসেছে সুনামির ঝড়
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन
ও ও ওহ, তোকে দিয়েছি মন
ও ও ওহ, जान-ए-जाँ, जान-ए-मन তুই
Writer(s): Jeet Ganguly, Raja Chanda Lyrics powered by www.musixmatch.com