Tumi Je Aamaar Songtext
von Indranil Sen
Tumi Je Aamaar Songtext
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল, তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
আমারি পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি
আমারি পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি
সেই তো আমারি সাধনা, চাইনাতো কিছু আর
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে
দাওগো আমারে ভরে, নীরব অহংকারে
তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে
দাওগো আমারে ভরে, নীরব অহংকারে।
জীবন মরণ মাঝে, এসোগো বধুর সাজে
জীবন মরণ মাঝে, এসোগো বধুর সাজে
সেই তো আমারই জিবনে, তোমারই অভিসার।
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল,তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
To: SSN From:MJP
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল, তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
আমারি পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি
আমারি পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি
সেই তো আমারি সাধনা, চাইনাতো কিছু আর
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে
দাওগো আমারে ভরে, নীরব অহংকারে
তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে
দাওগো আমারে ভরে, নীরব অহংকারে।
জীবন মরণ মাঝে, এসোগো বধুর সাজে
জীবন মরণ মাঝে, এসোগো বধুর সাজে
সেই তো আমারই জিবনে, তোমারই অভিসার।
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল,তুমি যে আমার
তুমি যে আমার, ওগো তুমি যে আমার।
To: SSN From:MJP
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com