Takdum Takdum Baaje Songtext
von Indranil Sen
Takdum Takdum Baaje Songtext
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
সব ভুলে যাই
সব ভুলে যাই
তাও ভুলিনা
বাংলা আমায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
বাংলা জনম দিলা আমারেএএএ
বাংলা জনম দিলা আমারে
তোমার পরাণ আমার পরাণ
এক নাঁড়িতে বাঁধারেএএ
বাংলা জনম দিলা আমারে
মা-পুতের এই বাঁধন ছেঁড়ার
সাধ্য কারও নাই
সব ভুলে যাই
তাও ভুলিনা
বাংলা আমায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
মা তোমার মাটির সুরে সুরেতেএএএ
মা তোমার মাটির সুরে সুরেতে
আমার জীবন জুড়াইলা
মাগো আমার জীবন জুড়াইলা
বাউল-ভাটিয়ালিতে
মা তোমার মাটির সুরে সুরেতে
পরাণ খুইয়া মেঘনা-তিতাস
পদ্মারই গান গাই
সব ভুলে যাই
তাও ভুলিনা
বাংলা আমায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
বাজে ঢোল নরম গরম তালেতেএএএ
বাজে ঢোল নরম গরম তালেতে
বিসর্জনের ব্যাথা ভোলাই
আগমনীর খুশিতে
বাজে ঢোল নরম গরম তালেতে
বাংলাদেশের ঢোলের বোলে
ছন্দপতন নাই
সব ভুলে যাই
তাও ভুলিনা
বাংলা আমায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
সব ভুলে যাই
সব ভুলে যাই
তাও ভুলিনা
বাংলা আমায়ের কোল
বাংলা আমায়ের কোল
বাংলা আমায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
সব ভুলে যাই
সব ভুলে যাই
তাও ভুলিনা
বাংলা আমায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
বাংলা জনম দিলা আমারেএএএ
বাংলা জনম দিলা আমারে
তোমার পরাণ আমার পরাণ
এক নাঁড়িতে বাঁধারেএএ
বাংলা জনম দিলা আমারে
মা-পুতের এই বাঁধন ছেঁড়ার
সাধ্য কারও নাই
সব ভুলে যাই
তাও ভুলিনা
বাংলা আমায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
মা তোমার মাটির সুরে সুরেতেএএএ
মা তোমার মাটির সুরে সুরেতে
আমার জীবন জুড়াইলা
মাগো আমার জীবন জুড়াইলা
বাউল-ভাটিয়ালিতে
মা তোমার মাটির সুরে সুরেতে
পরাণ খুইয়া মেঘনা-তিতাস
পদ্মারই গান গাই
সব ভুলে যাই
তাও ভুলিনা
বাংলা আমায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
বাজে ঢোল নরম গরম তালেতেএএএ
বাজে ঢোল নরম গরম তালেতে
বিসর্জনের ব্যাথা ভোলাই
আগমনীর খুশিতে
বাজে ঢোল নরম গরম তালেতে
বাংলাদেশের ঢোলের বোলে
ছন্দপতন নাই
সব ভুলে যাই
তাও ভুলিনা
বাংলা আমায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
সব ভুলে যাই
সব ভুলে যাই
তাও ভুলিনা
বাংলা আমায়ের কোল
বাংলা আমায়ের কোল
বাংলা আমায়ের কোল
টাকডুম টাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
আমি টাকডুম টাকডুম বাজাই
Writer(s): Sachin Dev Burman, Meeera Deb Burman Lyrics powered by www.musixmatch.com