Amar Mon Maane Na - Dinorojoni Songtext
von Indranil Sen
Amar Mon Maane Na - Dinorojoni Songtext
আমার মন মানে না, দিন-রজনী
আমার মন মানে না
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া
পুলক রাখিতে নারি
ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে
উথলে নয়নবারি— ওগো সজনি
আমার মন মানে না, দিন-রজনী
আমার মন মানে না
সে সুধাবচন, সে সুখপরশ
অঙ্গে বাজিছে বাঁশি
সে সুধাবচন, সে সুখপরশ
অঙ্গে বাজিছে বাঁশি
তাই শুনিয়া শুনিয়া আপনার মনে
হৃদয় হয় উদাসী— কেন না জানি
আমার মন মানে না, দিন-রজনী
আমার মন মানে না
ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে
আকাশে কী মুখ জাগে
সখি, বাতাসে কী কথা ভেসে চলে আসে
আকাশে কী মুখ জাগে
ওগো, বন-মর্মরে নদী-নির্ঝরে
কী মধুর সুর লাগে
ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে
গোও... ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে
আমি এ কথা, এ ব্যথা, সুখ-ব্যাকুলতা
কাহার চরণতল দিব, নিছনি
আমার মন মানে না, দিন-রজনী
আমার মন মানে না
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া
পুলক রাখিতে নারি
ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে
উথলে নয়নবারি— ওগো সজনি
আমার মন মানে না, দিন-রজনী
আমার মন মানে না
আমার মন মানে না
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া
পুলক রাখিতে নারি
ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে
উথলে নয়নবারি— ওগো সজনি
আমার মন মানে না, দিন-রজনী
আমার মন মানে না
সে সুধাবচন, সে সুখপরশ
অঙ্গে বাজিছে বাঁশি
সে সুধাবচন, সে সুখপরশ
অঙ্গে বাজিছে বাঁশি
তাই শুনিয়া শুনিয়া আপনার মনে
হৃদয় হয় উদাসী— কেন না জানি
আমার মন মানে না, দিন-রজনী
আমার মন মানে না
ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে
আকাশে কী মুখ জাগে
সখি, বাতাসে কী কথা ভেসে চলে আসে
আকাশে কী মুখ জাগে
ওগো, বন-মর্মরে নদী-নির্ঝরে
কী মধুর সুর লাগে
ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে
গোও... ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে
আমি এ কথা, এ ব্যথা, সুখ-ব্যাকুলতা
কাহার চরণতল দিব, নিছনি
আমার মন মানে না, দিন-রজনী
আমার মন মানে না
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া
পুলক রাখিতে নারি
ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে
উথলে নয়নবারি— ওগো সজনি
আমার মন মানে না, দিন-রজনী
আমার মন মানে না
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com