Bondhu Songtext
von Indian Ocean
Bondhu Songtext
মোরে মন
কি যামন মন
এই যামন মনে
কি যায় মোরে মন
ওরে ওহ
ওরে আমার মনে রে আমার
মনে রে আমার মন
মোরে আমার মন
ঢেউ ভাঙে, বার ভাঙে
ঢেউ ভাঙে, বার ভাঙে
মোনো আমার ভাঙে
ঢেউ ভাঙে, বার ভাঙে
মোনো আমার ভাঙে
আমার ভাঙা হৃদয়
(ওহ-ওহ-ওহ)
আমার ভাঙা হৃদয়
জোড়া লাগে
ভাঙা হৃদয়
আমার ভাঙা হৃদয়
জোড়া লাগে
তরি টানে রে
ঢেউ ভাঙে, বার ভাঙে
মোনো আমার ভাঙে
ঢেউ ভাঙে, বার ভাঙে
স্বপ্ন আমার ভাঙে
হেই নদীর পানি, চোখের পানি
(হেয়ই-না-না-রে)
নদীর পানি, চোখের পানি
নদী হয়া বয়ে
হেই নদীর পানি, চোখের পানি
নদী হয়া বয়ে
(হেই)
এই নদী তুই
দেখলি এতো
এই নদী তুই
এই নদী তুই
দেখলি এতো
চোখে ধরায় নাই
ঢেউ ভাঙে, বার ভাঙে
মোনো আমার ভাঙে
ঢেউ ভাঙে, বার ভাঙে
স্বপ্ন আমার ভাঙে
তোর খুঁজেতে, পাগল হইলাম
তোর খুঁজেতে, পাগল হইলাম
তোর প্রাণেতে প্রাণ
আশার খুঁটিতে
বাঁধা আমার নাও
আশার খুঁটিতে
বাঁধা আমার নাও
মনে-রে আমার!
মনে
মনে, ওহ
কি যামন মন
এই যামন মনে
কি যায় মোরে মন
ওরে ওহ
ওরে আমার মনে রে আমার
মনে রে আমার মন
মোরে আমার মন
ঢেউ ভাঙে, বার ভাঙে
ঢেউ ভাঙে, বার ভাঙে
মোনো আমার ভাঙে
ঢেউ ভাঙে, বার ভাঙে
মোনো আমার ভাঙে
আমার ভাঙা হৃদয়
(ওহ-ওহ-ওহ)
আমার ভাঙা হৃদয়
জোড়া লাগে
ভাঙা হৃদয়
আমার ভাঙা হৃদয়
জোড়া লাগে
তরি টানে রে
ঢেউ ভাঙে, বার ভাঙে
মোনো আমার ভাঙে
ঢেউ ভাঙে, বার ভাঙে
স্বপ্ন আমার ভাঙে
হেই নদীর পানি, চোখের পানি
(হেয়ই-না-না-রে)
নদীর পানি, চোখের পানি
নদী হয়া বয়ে
হেই নদীর পানি, চোখের পানি
নদী হয়া বয়ে
(হেই)
এই নদী তুই
দেখলি এতো
এই নদী তুই
এই নদী তুই
দেখলি এতো
চোখে ধরায় নাই
ঢেউ ভাঙে, বার ভাঙে
মোনো আমার ভাঙে
ঢেউ ভাঙে, বার ভাঙে
স্বপ্ন আমার ভাঙে
তোর খুঁজেতে, পাগল হইলাম
তোর খুঁজেতে, পাগল হইলাম
তোর প্রাণেতে প্রাণ
আশার খুঁটিতে
বাঁধা আমার নাও
আশার খুঁটিতে
বাঁধা আমার নাও
মনে-রে আমার!
মনে
মনে, ওহ
Writer(s): Avik Mukhopadhyay Lyrics powered by www.musixmatch.com