Miththa Songtext
von Indalo
Miththa Songtext
সময় হলো এখন আমার
মুখোমুখি বসবার
বুকের কাছে প্রিয় আগুন
জ্বলে উঠবার
সময় হলো এখন তোমার
আমাকে জাগাবার
ভেজা হাতে ছুঁয়ে দিও
আমার সব আর্দ্রতা
তোমার সঙ্গে আমি হারিয়ে যাব
ঘুমের দেশে লুকাব
বাতাসের দিনে হেঁটে যাব বহুদূর
তোমার সঙ্গে আমি হারিয়ে যাব
ঘুমের দেশে লুকাব
বাতাসের দিনে হেঁটে যাব বহুদূর
তোমার সঙ্গে আমি হারিয়ে যাব
ঘুমের দেশে লুকাব
বাতাসের দিনে হেঁটে যাবো বহুদূর
মুখোমুখি বসবার
বুকের কাছে প্রিয় আগুন
জ্বলে উঠবার
সময় হলো এখন তোমার
আমাকে জাগাবার
ভেজা হাতে ছুঁয়ে দিও
আমার সব আর্দ্রতা
তোমার সঙ্গে আমি হারিয়ে যাব
ঘুমের দেশে লুকাব
বাতাসের দিনে হেঁটে যাব বহুদূর
তোমার সঙ্গে আমি হারিয়ে যাব
ঘুমের দেশে লুকাব
বাতাসের দিনে হেঁটে যাব বহুদূর
তোমার সঙ্গে আমি হারিয়ে যাব
ঘুমের দেশে লুকাব
বাতাসের দিনে হেঁটে যাবো বহুদূর
Writer(s): Zubair Hasan Emon Lyrics powered by www.musixmatch.com