Ke Shunbe Songtext
von Indalo
Ke Shunbe Songtext
কখন কিভাবে, কে জানে
ভাসবো বলেই ভাসছি
উল্টোনো স্রোতে
যা ভেবেছি লিখব, মনে নেই
কি বা এসে যাবে
থাক না হয় পড়ে
যা বলব ভাবছি, কে শুনবে?
জমানো শব্দের সূতোয়
ওড়াবো ঘুড়ি
সামনে ফিরে হাঁটি, পেছনে
কাউকে দেখছি না
ছিল না কেউ
আজ পড়ে থাক, হলো না আমার
কোন কাজ না হয়
অলস সময় কাটবে ভেবে
ভুলে গেছি তোমায়
আজ পড়ে থাক, হলো না আমার
কোন কাজ না হয়
অলস সময় কাটবে ভেবে
ভুলে গেছি তোমায়
কী হবে আজ যদি সারারাত
জেগেই কাটে?
রাত জাগা মানুষের হিসেব
কে রাখে?
ভাসবো বলেই ভাসছি
উল্টোনো স্রোতে
যা ভেবেছি লিখব, মনে নেই
কি বা এসে যাবে
থাক না হয় পড়ে
যা বলব ভাবছি, কে শুনবে?
জমানো শব্দের সূতোয়
ওড়াবো ঘুড়ি
সামনে ফিরে হাঁটি, পেছনে
কাউকে দেখছি না
ছিল না কেউ
আজ পড়ে থাক, হলো না আমার
কোন কাজ না হয়
অলস সময় কাটবে ভেবে
ভুলে গেছি তোমায়
আজ পড়ে থাক, হলো না আমার
কোন কাজ না হয়
অলস সময় কাটবে ভেবে
ভুলে গেছি তোমায়
কী হবে আজ যদি সারারাত
জেগেই কাটে?
রাত জাগা মানুষের হিসেব
কে রাখে?
Writer(s): Indalo Lyrics powered by www.musixmatch.com