Canvas Songtext
von Indalo
Canvas Songtext
লাল রঙ আঁছড়ে পড়ে সবুজে
Canvas-এ মানুষেরা ভাসে
অগাধ জলে চোখ ডুবিয়ে
লাশ ঘরে পোকাদের হাসি
গাছে গাছে পাখিদের ফাঁসি
সময় থাকে মুখ লুকিয়ে
হঠাৎ কে যেন ডাকে
জলের অতল
Canvas-এর নীল ছবিতে
মৃত্যুর দখল
পরায় শেকল
অন্ধকার কবর ছেড়ে ওঠে
বাগানে বিষবৃক্ষে ফুল ফোটে
ডানাভাঙ্গা পরীরা কাঁদে
দুর্দিনে আজন্ম অন্ধ চোখ
আলিঙ্গনে মৃত্যুর শপথ
ঈশ্বরে আজ মানুষের ফাঁদে
হঠাৎ কে যেন ডাকে
অদৃশ্য হাত
Canvas-এর ভুল ছবিতে
ধীরে নামে রাত
হঠাৎ কে যেন ডাকে
অদৃশ্য হাত (অদৃশ্য হাত)
Canvas-এর ভুল ছবিতে
ধীরে নামে রাত
হঠাৎ কে যেন ডাকে
জলের অতল (জলের অতল)
Canvas-এর নীল ছবিতে
মৃত্যুর দখল
Canvas-এ মানুষেরা ভাসে
অগাধ জলে চোখ ডুবিয়ে
লাশ ঘরে পোকাদের হাসি
গাছে গাছে পাখিদের ফাঁসি
সময় থাকে মুখ লুকিয়ে
হঠাৎ কে যেন ডাকে
জলের অতল
Canvas-এর নীল ছবিতে
মৃত্যুর দখল
পরায় শেকল
অন্ধকার কবর ছেড়ে ওঠে
বাগানে বিষবৃক্ষে ফুল ফোটে
ডানাভাঙ্গা পরীরা কাঁদে
দুর্দিনে আজন্ম অন্ধ চোখ
আলিঙ্গনে মৃত্যুর শপথ
ঈশ্বরে আজ মানুষের ফাঁদে
হঠাৎ কে যেন ডাকে
অদৃশ্য হাত
Canvas-এর ভুল ছবিতে
ধীরে নামে রাত
হঠাৎ কে যেন ডাকে
অদৃশ্য হাত (অদৃশ্য হাত)
Canvas-এর ভুল ছবিতে
ধীরে নামে রাত
হঠাৎ কে যেন ডাকে
জলের অতল (জলের অতল)
Canvas-এর নীল ছবিতে
মৃত্যুর দখল
Writer(s): Indalo Lyrics powered by www.musixmatch.com