Ghum Nei Kano Chokhe Songtext
von Hemant Kumar
Ghum Nei Kano Chokhe Songtext
ঘুম নেই কেন চোখে
থেমে গেছে রাত
আমার আকাশে ছড়িয়ে আঁধার শুধু
ঘুম নেই কেন চোখে
দূর থেকে আরো কত দূরে
চলে যেতে হবে কে জানে
দূর থেকে আরো কত দূরে
চলে যেতে হবে কে জানে
পাখিডাকা সোনালি ভোরের দিশা
পাব কোথায়, কোনখানে?
স্বপ্নের রং দিয়ে কত ফুল
ফোটালাম শুধুশুধু
ঘুম নেই কেন চোখে
আমি যাব তার কাছে
পায়ে পায়ে জড়ায়ে আঁধার
যদি মানা করে যেতে
চোখ থেকে সব আলো মুছে নিতে চায়
তবু আমি যাব তার কাছে
অজানার বুক ভেঙে ফেরারি এ মন
আজ চলেছে কোথায় কে জানে
কিসের তৃষায় জানি ছড়াল জীবনটাকে
পথের ধুলায় কোনখানে
আলোর পশরা নিয়ে রাত শেষ করে দিয়ে
ভোর হয়ে যাবে শুধুশুধু
ঘুম নেই কেন চোখে
থেমে গেছে রাত
আমার আকাশে ছড়িয়ে আঁধার শুধু
ঘুম নেই কেন চোখে
থেমে গেছে রাত
আমার আকাশে ছড়িয়ে আঁধার শুধু
ঘুম নেই কেন চোখে
দূর থেকে আরো কত দূরে
চলে যেতে হবে কে জানে
দূর থেকে আরো কত দূরে
চলে যেতে হবে কে জানে
পাখিডাকা সোনালি ভোরের দিশা
পাব কোথায়, কোনখানে?
স্বপ্নের রং দিয়ে কত ফুল
ফোটালাম শুধুশুধু
ঘুম নেই কেন চোখে
আমি যাব তার কাছে
পায়ে পায়ে জড়ায়ে আঁধার
যদি মানা করে যেতে
চোখ থেকে সব আলো মুছে নিতে চায়
তবু আমি যাব তার কাছে
অজানার বুক ভেঙে ফেরারি এ মন
আজ চলেছে কোথায় কে জানে
কিসের তৃষায় জানি ছড়াল জীবনটাকে
পথের ধুলায় কোনখানে
আলোর পশরা নিয়ে রাত শেষ করে দিয়ে
ভোর হয়ে যাবে শুধুশুধু
ঘুম নেই কেন চোখে
থেমে গেছে রাত
আমার আকাশে ছড়িয়ে আঁধার শুধু
ঘুম নেই কেন চোখে
Writer(s): Hemant Kumar Mukherjee, Gouri Prasanna Majumdar Lyrics powered by www.musixmatch.com