Pallabini Go Sancharini Songtext
von Dwijen Mukhopadhyay
Pallabini Go Sancharini Songtext
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।
যত দূর চাহি আকাশে, আভাসে,
তোমারি দুটি নয়নের চাহুনি।।
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।
যত দূর চাহি আকাশে, আভাসে,
তোমারি দুটি নয়নের চাহুনি।।
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।
হাসি রাশি তার ঝরনা ঝরে
কুসুম দুটি মন গন্ধে ভরে। (2)
যখন সে চলে,
চরণে প্রাণ ঢলে
ঝ্ম ঝ্ম ঝ্ম, রিনকি ঝিনিক।।
যত দূর চাহি আকাশে, আভাসে,
তোমারি দুটি নয়নের চাহুনি।
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।।
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।
তাহার হাতে মন যা খুশি করা
এ মন যেমন খুশি ভাঙা বা গড়া।
এই শুধু জানি,
আমার এ মন খানি
দাম কিছু না দিয়ে নিয়েছে কিনে।।
যত দূর চাহি আকাশে, আভাসে,
তোমারি দুটি নয়নের চাহুনি।।
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।
যত দূর চাহি আকাশে, আভাসে,
তোমারি দুটি নয়নের চাহুনি।।
পল্লবীনি, সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।।
মন না দিয়ে আর পারিনি।
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।
যত দূর চাহি আকাশে, আভাসে,
তোমারি দুটি নয়নের চাহুনি।।
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।
যত দূর চাহি আকাশে, আভাসে,
তোমারি দুটি নয়নের চাহুনি।।
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।
হাসি রাশি তার ঝরনা ঝরে
কুসুম দুটি মন গন্ধে ভরে। (2)
যখন সে চলে,
চরণে প্রাণ ঢলে
ঝ্ম ঝ্ম ঝ্ম, রিনকি ঝিনিক।।
যত দূর চাহি আকাশে, আভাসে,
তোমারি দুটি নয়নের চাহুনি।
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।।
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।
তাহার হাতে মন যা খুশি করা
এ মন যেমন খুশি ভাঙা বা গড়া।
এই শুধু জানি,
আমার এ মন খানি
দাম কিছু না দিয়ে নিয়েছে কিনে।।
যত দূর চাহি আকাশে, আভাসে,
তোমারি দুটি নয়নের চাহুনি।।
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।
পল্লবীনি গো সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।
যত দূর চাহি আকাশে, আভাসে,
তোমারি দুটি নয়নের চাহুনি।।
পল্লবীনি, সঞ্চারিনি
মন না দিয়ে আর পারিনি।।
Writer(s): Salil Choudhury Lyrics powered by www.musixmatch.com