Brindaban Songtext
von Don Shiva
Brindaban Songtext
বসন্ত আসিল মনে, ফুলেরা ফুটিল বনে
বসন্ত আসিল মনে, ফুলেরা ফুটিল বনে
আর পাখিদের গুঞ্জরনে, মাতাল সমীরণ
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
তোমার বাগান ভরা ফুলে, সুখের পরশ ঐ আঙ্গুলে
তোমার বাগান ভরা ফুলে, সুখের পরশ ঐ আঙ্গুলে
শত পাখির গুঞ্জরনে, সাজাও ফুলবন
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
তোমার আকাশ ভরা তারা, নীলার মায়ায় পাগলপারা
তোমার আকাশ ভরা তারা, নীলার মায়ায় পাগলপারা
বাঁকা চাঁদের নিমন্ত্রণে কাঁপাও ত্রিভুবন
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বসন্ত আসিল মনে, ফুলেরা ফুটিল বনে
বসন্ত আসিল মনে, ফুলেরা ফুটিল বনে
আর পাখিদের গুঞ্জরনে, মাতাল সমীরণ
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বসন্ত আসিল মনে, ফুলেরা ফুটিল বনে
আর পাখিদের গুঞ্জরনে, মাতাল সমীরণ
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
তোমার বাগান ভরা ফুলে, সুখের পরশ ঐ আঙ্গুলে
তোমার বাগান ভরা ফুলে, সুখের পরশ ঐ আঙ্গুলে
শত পাখির গুঞ্জরনে, সাজাও ফুলবন
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
তোমার আকাশ ভরা তারা, নীলার মায়ায় পাগলপারা
তোমার আকাশ ভরা তারা, নীলার মায়ায় পাগলপারা
বাঁকা চাঁদের নিমন্ত্রণে কাঁপাও ত্রিভুবন
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বসন্ত আসিল মনে, ফুলেরা ফুটিল বনে
বসন্ত আসিল মনে, ফুলেরা ফুটিল বনে
আর পাখিদের গুঞ্জরনে, মাতাল সমীরণ
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
বল, কার লাগিয়া পোড়াও তুমি, সাধের বৃন্দাবন!
Writer(s): Jost Saggau Lyrics powered by www.musixmatch.com