Songtexte.com Drucklogo

Balle Balle Hogay Mitro Songtext
von DJ Sanj

Balle Balle Hogay Mitro Songtext

তুমি কি জানো না
তুমি কি বোঝোনা
তোমারই বিহনে এ মন জ্বলে
তুমি কি জানো না
তুমি কি বোঝোনা
তোমারই কথা এ হৃদয় বলে
হো যদি বাসো ভালো আমাকে
তবে কেন থাকো দূরে দূরে
ঠিক-ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে পাড়া?
কমলাপুর, টিটিপাড়া, গোপীবাগ আর তিলপাপাড়া
মিরপুর-১০, ১১, কাজীপাড়া, শেওরাপাড়া
রামপুরা, বাড্ডাতে, হাতিরঝিল আর বারিধারা
ঘাড়মোড়া, আলিনগর, চূনাবুড়া, কান্দিপাড়া
চিতাশালতে জালকুড়ি, ভুইগড়তে দেলপাড়া
ঠিক-ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে-? check
মাঠের ভিত্তে পাগলপাড়া লুঙ্গি পিন্দা ঢুকে যারা
007 হইসে আমগো রনির বুড়িরবাড়ি
তামক টাইনা পানি মাইরা slice কইরা ছুরি মারি


কই? ভাঁজাপোড়া, আলুরচপ আর পুরি-পারি
সন্ধ্যাবেলায় bike-এ চইরা পোলাপাইন সব ঘুড়ির গাড়ি
বেগমবাড়ি, শিববাড়ি, গোপবাড়ি dope মারি
কাপড় লইয়া পারাপারি, গোসল কইরাই তালা মারি
কলটিপা গল্লিরতে পাকিস্তান মাঠ, আলাবাড়ি
খালাতো ভাই মালয়েশিয়া, বকশীবাজার খালার বাড়ি
এইডা মামু ঢাকা, পোলাপাইন সব খা-খা
মুরগী গিলি হাঁকা, আমগো ঈদের রাস্তা ফাঁকা
রাস্তা আঁকাবাঁকা উপ্রে ঘোড়া গাড়ির চাকা
তলে পোলাপাইন কয়, "কাকা, আমরা টাকার ক্ষেত্রে পাঁকা"
৩০ দিনে রোযা, ৪০ দিনে চিল্লা কইরা
নাজিরাবাজারে যাইয়া খাইবেন বিসমিল্লাহ
শাহবাগের জাদুঘরতে লালবাগের কিল্লা (Say what?)
মিল্লা-ঝিল্লা সবটি direct কুমিল্লা
ঠিক-ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে পাড়া?
কমলাপুর, টিটিপাড়া, গোপীবাগ আর তিলপাপাড়া
মিরপুর-১০, ১১, কাজীপাড়া, শেওরাপাড়া
রামপুরা, বাড্ডাতে, হাতিরঝিল আর বারিধারা
ঘাড়মোড়া, আলিনগর, চূনাবুড়া, কান্দিপাড়া
চিতাশালতে জালকুড়ি, ভুইগড়তে দেলপাড়া
ঠিক-ঠিকানা কোনসে থানা?
কোন এলাকায়? কোনসে-? check
মাঠের ভিত্তে পাগলপাড়া লুঙ্গি পিন্দা ঢুকে যারা
হো৷ রাতজাগা জোছনায় মিশে থাকো ভাবনায়
জীবন দিয়ে চাই তোমায়
রাতজাগা জোছনায় মিশে থাকো ভাবনায়
জীবন দিয়ে চাই তোমায়।
ও, সিরাজগঞ্জতে কুষ্টিয়ার ভেড়ামারা
ডাঙ্গেরবাজার থিকা লয়া দৌলতপুর মাঠপাড়া
গোয়ালনগর, রায়সাহেববাজার, পোস্তগোলা, গেণ্ডারিয়া
মাওয়া থিকা পাটুরিয়া, কেওরাকান্দি, দৌলতদিয়া
নারায়ণগঞ্জ পাগলাতে, কুতুবখালী কাজলাতে
Beat বাজাই speaker-এ সব কাচ কাঁপাই জালনাতে
মন্দির গল্লি থিকা মৌচাক আর বাড্ডাতে
জাউরা পোলাপাইনগো যত জানোয়ারের আড্ডাতে
ছবির প্রথম scenery, গরিব লোকের বিমারি
কোন এলাকায়? কোনসে থানায়? ঠিক-ঠিকানা, কোনসে পাড়া?
জেলখানার ভিতরে যত বুড়া-বুড়ি, গুড়া-গাড়া
ভাটা মসজিদ থিকা লইয়া, ছাপড়া মসজিদ আজিমপুরে
চরে যামু পরে, পয়লা বাত্তি জ্বালা ঘরে
ফকিরাপুল পানির ট্যাংকি থিকা সোজা মুগদাপাড়া
নিতাইগঞ্জতে ঢালিপাড়া, কথা দিয়া ছবি কারা?

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von DJ Sanj

Fans

»Balle Balle Hogay Mitro« gefällt bisher niemandem.