Nil Nirjone Songtext
von Cactus
Nil Nirjone Songtext
দিনে-রাতে চলে শুধু একঘেয়ে montage
ক্রমে ক্রমে স্নায়ু শিথিল
মুখোশে হারায় চেনা চেনা সেই মুখটা
স্বপ্ন হারায় chlorophyll
দিনে-রাতে চলে শুধু একঘেয়ে montage
ক্রমে ক্রমে স্নায়ু শিথিল
মুখোশে হারায় চেনা চেনা সেই মুখটা
স্বপ্ন হারায় chlorophyll
তাই নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
উদাসী পথের বাঁকে পড়ে আনমনে
অচেনা গানওয়ালার সুর
Long shot-এ কাশফুল, ছুটে যায় ধোঁয়া train
গায়ে মেখে নীল রোদ্দুর
উদাসী পথের বাঁকে পড়ে আনমনে
অচেনা গানওয়ালার সুর
উদাসী পথের বাঁকে পড়ে আনমনে
অচেনা গানওয়ালার সুর
Long shot-এ কাশফুল, ছুটে যায় ধোঁয়া train
গায়ে মেখে নীল রোদ্দুর
তাই নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
নীল...
নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
ক্রমে ক্রমে স্নায়ু শিথিল
মুখোশে হারায় চেনা চেনা সেই মুখটা
স্বপ্ন হারায় chlorophyll
দিনে-রাতে চলে শুধু একঘেয়ে montage
ক্রমে ক্রমে স্নায়ু শিথিল
মুখোশে হারায় চেনা চেনা সেই মুখটা
স্বপ্ন হারায় chlorophyll
তাই নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
উদাসী পথের বাঁকে পড়ে আনমনে
অচেনা গানওয়ালার সুর
Long shot-এ কাশফুল, ছুটে যায় ধোঁয়া train
গায়ে মেখে নীল রোদ্দুর
উদাসী পথের বাঁকে পড়ে আনমনে
অচেনা গানওয়ালার সুর
উদাসী পথের বাঁকে পড়ে আনমনে
অচেনা গানওয়ালার সুর
Long shot-এ কাশফুল, ছুটে যায় ধোঁয়া train
গায়ে মেখে নীল রোদ্দুর
তাই নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
নীল...
নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
নীল নির্জনে
Writer(s): Siddhartha Sankar Ray, Sibaji Paul Lyrics powered by www.musixmatch.com