Kamalar Swami Songtext
von Cactus
Kamalar Swami Songtext
রাত্রির শেষ local train থামে
ক্লান্ত শরীর আর হতাশা নামে
রাত্রির শেষ local train থামে
ক্লান্ত শরীর আর হতাশা নামে
জানালায় জেগে ওঠে কমলার ওই মুখ
নিঝুম station-এ যদি নামে আজ তার সুখ
কমলার স্বামী ফেরেনি ঘরে
কমলার স্বামী ফেরেনি ঘরে
কমলার স্বামী ফেরেনি ঘরে
প্রেম ছিল, প্রেম নেই, কত খেলা লুকোচুরি
ঘুরছিলো ভ্রমরেরা, ফুটেছিলো মঞ্জরী
আজও শ্রাবণের প্রথম বর্ষণে
কেন জানি কেঁপে ওঠে কমলা মনে মনে
কমলার স্বামী ফেরেনি ঘরে
কমলার স্বামী ফেরেনি ঘরে
কমলার স্বামী ফেরেনি ঘরে
কলকাতা সমুদ্র, দিন-রাত মানুষের ঢেউ
ডোবার আগে তার হাত ধরেনি কি কেউ
কলকাতা প্লাবিত, আজ প্লাবনের শেষ দিন
ভেসে যাওয়া খড়কুটো, ঘর বাঁধা বড়ো কঠিন
আমাদের কেউ কেউ ফেরেনি ঘরে
আমাদের কেউ কেউ ফেরে না তো ঘরে
আমাদের কেউ কেউ কমলার স্বামী
ক্লান্ত শরীর আর হতাশা নামে
রাত্রির শেষ local train থামে
ক্লান্ত শরীর আর হতাশা নামে
জানালায় জেগে ওঠে কমলার ওই মুখ
নিঝুম station-এ যদি নামে আজ তার সুখ
কমলার স্বামী ফেরেনি ঘরে
কমলার স্বামী ফেরেনি ঘরে
কমলার স্বামী ফেরেনি ঘরে
প্রেম ছিল, প্রেম নেই, কত খেলা লুকোচুরি
ঘুরছিলো ভ্রমরেরা, ফুটেছিলো মঞ্জরী
আজও শ্রাবণের প্রথম বর্ষণে
কেন জানি কেঁপে ওঠে কমলা মনে মনে
কমলার স্বামী ফেরেনি ঘরে
কমলার স্বামী ফেরেনি ঘরে
কমলার স্বামী ফেরেনি ঘরে
কলকাতা সমুদ্র, দিন-রাত মানুষের ঢেউ
ডোবার আগে তার হাত ধরেনি কি কেউ
কলকাতা প্লাবিত, আজ প্লাবনের শেষ দিন
ভেসে যাওয়া খড়কুটো, ঘর বাঁধা বড়ো কঠিন
আমাদের কেউ কেউ ফেরেনি ঘরে
আমাদের কেউ কেউ ফেরে না তো ঘরে
আমাদের কেউ কেউ কমলার স্বামী
Writer(s): Siddhartha Sankar Ray, Sibaji Paul Lyrics powered by www.musixmatch.com