Badhu Re Songtext
von Cactus
Badhu Re Songtext
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
ও হো হো, মনেতে খুশির বাহার
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে
বঁধু রে
বঁধু রে
বঁধু রে
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
কোথায় পেলি সোনার কাঠি
আমার পরান ভ্রমর
কোথায় পেলি সোনার কাঠি
আমার পরান ভ্রমর
কোন সে ঘুমের থেকে জেগে
কোন সে ঘুমের থেকে জেগে
জড়ায় ফুলের কোমর
বঁধু রে
বঁধু রে
বঁধু রে
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
মন পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে
মন পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে
আমি বুঝি আমার পরান
আমি বুঝি আমার পরান
নদী বয়ে চলে
বঁধু রে
বঁধু রে
বঁধু রে
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
ও হো হো, মনেতে খুশির বাহার
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে
বঁধু রে
বঁধু রে
বঁধু রে
বঁধু রে
বঁধু রে
বঁধু রে
তুই আমায় পাগল করলি রে
ও হো হো, মনেতে খুশির বাহার
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে
বঁধু রে
বঁধু রে
বঁধু রে
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
কোথায় পেলি সোনার কাঠি
আমার পরান ভ্রমর
কোথায় পেলি সোনার কাঠি
আমার পরান ভ্রমর
কোন সে ঘুমের থেকে জেগে
কোন সে ঘুমের থেকে জেগে
জড়ায় ফুলের কোমর
বঁধু রে
বঁধু রে
বঁধু রে
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
মন পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে
মন পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে
আমি বুঝি আমার পরান
আমি বুঝি আমার পরান
নদী বয়ে চলে
বঁধু রে
বঁধু রে
বঁধু রে
তুই আমায় পাগল করলি রে
তুই আমায় পাগল করলি রে
ও হো হো, মনেতে খুশির বাহার
মনেতে খুশির বাহার
চোখেতে জল ঝরে
বঁধু রে
বঁধু রে
বঁধু রে
বঁধু রে
বঁধু রে
বঁধু রে
Writer(s): Cactus Lyrics powered by www.musixmatch.com