Luv U Black Songtext
von Blak Jak
Luv U Black Songtext
হয়তো ভুলে গেছ, ভুলে গেছ সেই কবে
লিখতে শিক্ষেছো, হাটছো নতুন কোন পথে
ল্যাম্পপোস্টের আলো থেকে এখন তুমি অনেক দূরে
দূরে অনেকটা পথ দূরে, আমার ছায়ার ও পাড়ে।।
Rapp Part (01)
দিন শেষে একা আমি শূন্য আধার ঘরে
যত স্বপ্ন যত আসা অন্ধকারে ঝড়ে পরে
আজো আমার ইচ্ছে করে বলি তোমায় বারে বারে
ডাইরির পাতায় লিখে যাই কত কথা তোমায় ভেবে।।
কত শত স্বপ্ন যত শত ভালবাসা
ছিল তোমায় ঘিরে সবি তুমি তা বুঝলে না
স্বপ্ন যদি মিত্য হবে তবে কেন দেখতে হবে
তবে যদি চলে যাবে কেন হাত ধরেছিলে।।
স্বপ্ন গেল ভেঙে যখন একা ফেলে হেটে গেলে
করেছি প্রাথনা...
একা একা কথা বলা তোমায় ভেবে পথ চলা
তুমি জান আমি হায় তোমায় ছাড়া বড় একা।।
তোমার দেয়া চিঠি গুলি মেঘ হয়ে উড়ে
স্বপ্ন গুলি ছায়া হয়ে আকরে ধরে বারে বারে
হে আজো আমার মন সুর বাধে তোমায় নিয়ে
কারণ এই মন শুধু ভালবাসে তোমাকে।।
Chours (Male Part)
আমার মত করে জ্বালাবে না কেউ রাত দুপুরে
রঙিন স্বপ্ন বুনে চিৎকার করে বলবে না কান টেনে।।
হা হা হা হা হা হা হা...
Female Part (Bridge)
In the midnight, I′m walking behind your memories.
I'm alone because you left me yesterday.
And i want to ask how you′re feeling ma baby.
In the afternoon, when your shadows fall in the mirror...
Rapp Part (02)
যখন তুমি আমার পাশে মাতাল ছিলাম তোমার ঘ্রানে
তোমার কাধে মাথা রেখে হারিয়ে যেতাম আনমনে
আমার মাজে তোমাকে রেখেছিলাম জতন কিরে
তুমি নেই ভেবে সবকিছু এলোমেলো।।
চলে যদি যাবে দুর, কেন তবে এসেছিলে
কেন তবে ধরেছিলে আমার হাত তোমার হাতে
আছি হয়তো আমি, ভুলে থাকার ভান করেরে
বলছে সবাই করছি, অভিনয় তাদের সাথে।।
কিন্তু আমার ভেতর কাঁদতে কাঁদতে মৃত
সত্যি এখন আমি মৃত পাথরের মত মৃত
কোন খুশি আমাকে হাসতে পারে না
কোন দু: ক্ষ আমাকে কাদাতে পারে না।।
মাঝে মাঝে মনে হয় সবি ছিল
মিত্যে
সব কিছু ভুলে আবার চল হাটি এক সাথে
যেখানে আমার চাও শুধু তোমাকেই ঘিরে
আবার হাটি এক সাথে নতুন কোন পৃথিবীতে।।
Chours (Male & Female)
আমার মত করে জ্বালাবে না কেউ রাত দুপুরে
রঙিন স্বপ্ন বুনে চিৎকার করে বলবে না কান টেনে।।
লিখবো না আমি তোমায় নিয়ে নতুন কোন কবিতা
সত্যি বলছি কাঁদবো না আমায় কখনো ভেবেনা।।
লিখতে শিক্ষেছো, হাটছো নতুন কোন পথে
ল্যাম্পপোস্টের আলো থেকে এখন তুমি অনেক দূরে
দূরে অনেকটা পথ দূরে, আমার ছায়ার ও পাড়ে।।
Rapp Part (01)
দিন শেষে একা আমি শূন্য আধার ঘরে
যত স্বপ্ন যত আসা অন্ধকারে ঝড়ে পরে
আজো আমার ইচ্ছে করে বলি তোমায় বারে বারে
ডাইরির পাতায় লিখে যাই কত কথা তোমায় ভেবে।।
কত শত স্বপ্ন যত শত ভালবাসা
ছিল তোমায় ঘিরে সবি তুমি তা বুঝলে না
স্বপ্ন যদি মিত্য হবে তবে কেন দেখতে হবে
তবে যদি চলে যাবে কেন হাত ধরেছিলে।।
স্বপ্ন গেল ভেঙে যখন একা ফেলে হেটে গেলে
করেছি প্রাথনা...
একা একা কথা বলা তোমায় ভেবে পথ চলা
তুমি জান আমি হায় তোমায় ছাড়া বড় একা।।
তোমার দেয়া চিঠি গুলি মেঘ হয়ে উড়ে
স্বপ্ন গুলি ছায়া হয়ে আকরে ধরে বারে বারে
হে আজো আমার মন সুর বাধে তোমায় নিয়ে
কারণ এই মন শুধু ভালবাসে তোমাকে।।
Chours (Male Part)
আমার মত করে জ্বালাবে না কেউ রাত দুপুরে
রঙিন স্বপ্ন বুনে চিৎকার করে বলবে না কান টেনে।।
হা হা হা হা হা হা হা...
Female Part (Bridge)
In the midnight, I′m walking behind your memories.
I'm alone because you left me yesterday.
And i want to ask how you′re feeling ma baby.
In the afternoon, when your shadows fall in the mirror...
Rapp Part (02)
যখন তুমি আমার পাশে মাতাল ছিলাম তোমার ঘ্রানে
তোমার কাধে মাথা রেখে হারিয়ে যেতাম আনমনে
আমার মাজে তোমাকে রেখেছিলাম জতন কিরে
তুমি নেই ভেবে সবকিছু এলোমেলো।।
চলে যদি যাবে দুর, কেন তবে এসেছিলে
কেন তবে ধরেছিলে আমার হাত তোমার হাতে
আছি হয়তো আমি, ভুলে থাকার ভান করেরে
বলছে সবাই করছি, অভিনয় তাদের সাথে।।
কিন্তু আমার ভেতর কাঁদতে কাঁদতে মৃত
সত্যি এখন আমি মৃত পাথরের মত মৃত
কোন খুশি আমাকে হাসতে পারে না
কোন দু: ক্ষ আমাকে কাদাতে পারে না।।
মাঝে মাঝে মনে হয় সবি ছিল
মিত্যে
সব কিছু ভুলে আবার চল হাটি এক সাথে
যেখানে আমার চাও শুধু তোমাকেই ঘিরে
আবার হাটি এক সাথে নতুন কোন পৃথিবীতে।।
Chours (Male & Female)
আমার মত করে জ্বালাবে না কেউ রাত দুপুরে
রঙিন স্বপ্ন বুনে চিৎকার করে বলবে না কান টেনে।।
লিখবো না আমি তোমায় নিয়ে নতুন কোন কবিতা
সত্যি বলছি কাঁদবো না আমায় কখনো ভেবেনা।।
Writer(s): Don Cannon, Jafari Eady Lyrics powered by www.musixmatch.com