Haat Barao Songtext
von Black
Haat Barao Songtext
ঘুম থেকে আজ উঠব না
ঘরের বাইরে যাব না
সূর্যকে আজ দেখব না আমি
যদি তুমি না হাসো
আদর করে না ডাকো
আমি কোথাও যাচ্ছি না
হাত বাড়াও, টেনে নাও
আমাকে এখনই
দেখ বাইরে অন্ধকার
নেই কোনও শব্দ
এসবের কারণ তুমি
তোমার কাছে আমি
বিবর্ণ ছবির মতো এখনও আছি
হাত বাড়াও, টেনে নাও
আমাকে এখনই
হাত বাড়াও, টেনে নাও
আমাকে এখনই
হাত বাড়াও, টেনে নাও
আমাকে এখনই এখনই এখনই
হাত বাড়াও, টেনে নাও
আমাকে এখনই
হাত বাড়াও, টেনে নাও
আমাকে এখনই
ঘরের বাইরে যাব না
সূর্যকে আজ দেখব না আমি
যদি তুমি না হাসো
আদর করে না ডাকো
আমি কোথাও যাচ্ছি না
হাত বাড়াও, টেনে নাও
আমাকে এখনই
দেখ বাইরে অন্ধকার
নেই কোনও শব্দ
এসবের কারণ তুমি
তোমার কাছে আমি
বিবর্ণ ছবির মতো এখনও আছি
হাত বাড়াও, টেনে নাও
আমাকে এখনই
হাত বাড়াও, টেনে নাও
আমাকে এখনই
হাত বাড়াও, টেনে নাও
আমাকে এখনই এখনই এখনই
হাত বাড়াও, টেনে নাও
আমাকে এখনই
হাত বাড়াও, টেনে নাও
আমাকে এখনই
Lyrics powered by www.musixmatch.com