Mishe Jay Maa Songtext
von Bay of Bengal
Mishe Jay Maa Songtext
বৃষ্টিতে বসে ভিজে আনমনে
ভাবি তোমায়
কালো মেঘের আড়ালে
নীল আকাশে ক্যানভাসে
আঁকি তোমায়
এক শূন্যতার মাঝে মন হারায়
বিষন্নতা মনে শিকড় ছড়ায়
সাদা মেঘের অপেক্ষায় কাটে সময়
যেখানে তোমার ছায়া ভাসে চোখে
আমার অশ্রুরা শুধুই বৃষ্টিতে
মিশে যায়, মিশে যায়
মিশে যায় মা
বৃষ্টিতে বসে ভিজে আনমনে
ভাবি তোমায়
তোমার কোলে মাথা রেখে
ঘুমিয়ে পরার স্মৃতি আজো কাঁদায়
তোমার শাড়ির আঁচলে
খুঁজি তোমার অস্তিত্ব
সাদা মেঘের অপেক্ষায় কাটে সময়
যেখানে তোমার ছায়া ভাসে চোখে
আমার অশ্রুরা শুধুই বৃষ্টিতে
মিশে যায়, মিশে যায়
মিশে যায়
মিশে যায় মা
মিশে যায় মা
মিশে যায় মা
মিশে যায় মা
ভাবি তোমায়
কালো মেঘের আড়ালে
নীল আকাশে ক্যানভাসে
আঁকি তোমায়
এক শূন্যতার মাঝে মন হারায়
বিষন্নতা মনে শিকড় ছড়ায়
সাদা মেঘের অপেক্ষায় কাটে সময়
যেখানে তোমার ছায়া ভাসে চোখে
আমার অশ্রুরা শুধুই বৃষ্টিতে
মিশে যায়, মিশে যায়
মিশে যায় মা
বৃষ্টিতে বসে ভিজে আনমনে
ভাবি তোমায়
তোমার কোলে মাথা রেখে
ঘুমিয়ে পরার স্মৃতি আজো কাঁদায়
তোমার শাড়ির আঁচলে
খুঁজি তোমার অস্তিত্ব
সাদা মেঘের অপেক্ষায় কাটে সময়
যেখানে তোমার ছায়া ভাসে চোখে
আমার অশ্রুরা শুধুই বৃষ্টিতে
মিশে যায়, মিশে যায়
মিশে যায়
মিশে যায় মা
মিশে যায় মা
মিশে যায় মা
মিশে যায় মা
Writer(s): Bakhtiar Hossain, Bay Of Bengal Lyrics powered by www.musixmatch.com