Je Shohore Ami Nei Songtext
von Bay of Bengal
Je Shohore Ami Nei Songtext
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয়
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয়
আমি জানি এই শহরে আর ফিরবে না
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ
কষ্ট আর বেদনার নীলে
হবে আরো অধিক কালো
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবোনা সে শহরে
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবো না সে শহরে
হয়ত কোনোদিন
ভোরের আলো এসে
পড়বে তোমার কার্নিশে
খুঁজবে তুমিও
হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে
আমি জানি এই শহরে আর ফিরবে না
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ
কষ্ট আর বেদনার নীলে
হবে আরো অধিক কালো
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবো না সে শহরে
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবো না সে শহরে
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবো না সে শহরে
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি
আমি থাকবো না
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয়
এখানে নেই কোন উৎসব
আনন্দের অশ্রুধারা
নেই কোন পাখির কলরব
ফুলেরাও আজ সুবাস হারা
তবুও আমার দুটি চোখ
অচিন কোন মায়াময়
নির্বাক এক পাখির ডানায়
অস্থির চেয়ে রয়
আমি জানি এই শহরে আর ফিরবে না
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ
কষ্ট আর বেদনার নীলে
হবে আরো অধিক কালো
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবোনা সে শহরে
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবো না সে শহরে
হয়ত কোনোদিন
ভোরের আলো এসে
পড়বে তোমার কার্নিশে
খুঁজবে তুমিও
হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে
আমি জানি এই শহরে আর ফিরবে না
নতুন কোন ভালোবাসার আলো
রাতের রাজপথ
কষ্ট আর বেদনার নীলে
হবে আরো অধিক কালো
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবো না সে শহরে
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবো না সে শহরে
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি নেই
আমি থাকবো না সে শহরে
তবুও আমি আর ফিরবো না
তোমাদের মাঝে
যে শহরে আমি
আমি থাকবো না
Writer(s): Bakhtiar Hossain, Bay Of Bengal Lyrics powered by www.musixmatch.com