Bisharoder Vire Songtext
von Bay of Bengal
Bisharoder Vire Songtext
চারপাশে শিল্প বিশাদের ভীর
সমালোচনার অপেক্ষায় অধীর
নতুনের জয়গানে অস্থির তারা
এগুবেই শিল্প তবু তাদের ছাড়া
শিল্পকে বেঁধে রাখা কি যায় বল?
নতুনকে স্বাগত জানাই সব চল
আমার কথা কি তুমি প্রলাপ ভাব?
সমালোচকের দলেই তুমি থাক
ভাল লাগা বা না লাগা বল
কিবা আসবে যাবে
আমাদের মাথার হাজার পোকাগুলো
তোমার মাথা খাবে
বলবে কি এসব মানায়না এই দেশে?
তুমি কি মেনেছ?
বলেবে এসব দেশকে দেবেনা কিছুই
তুমি কি দিয়েছ?
শিল্পকে বেঁধে রাখা কি যায় বল?
নতুনকে স্বাগত জানাই সব চল
আমার কথা কি তুমি প্রলাপ ভাব?
সমালোচকের দলেই তুমি থাক
শিল্পকে বেঁধে রাখা কি যায় বল?
নতুনকে স্বাগত জানাই সব চল
আমার কথা কি তুমি প্রলাপ ভাব?
সমালোচকের দলেই তুমি থাক
সমালোচনার অপেক্ষায় অধীর
নতুনের জয়গানে অস্থির তারা
এগুবেই শিল্প তবু তাদের ছাড়া
শিল্পকে বেঁধে রাখা কি যায় বল?
নতুনকে স্বাগত জানাই সব চল
আমার কথা কি তুমি প্রলাপ ভাব?
সমালোচকের দলেই তুমি থাক
ভাল লাগা বা না লাগা বল
কিবা আসবে যাবে
আমাদের মাথার হাজার পোকাগুলো
তোমার মাথা খাবে
বলবে কি এসব মানায়না এই দেশে?
তুমি কি মেনেছ?
বলেবে এসব দেশকে দেবেনা কিছুই
তুমি কি দিয়েছ?
শিল্পকে বেঁধে রাখা কি যায় বল?
নতুনকে স্বাগত জানাই সব চল
আমার কথা কি তুমি প্রলাপ ভাব?
সমালোচকের দলেই তুমি থাক
শিল্পকে বেঁধে রাখা কি যায় বল?
নতুনকে স্বাগত জানাই সব চল
আমার কথা কি তুমি প্রলাপ ভাব?
সমালোচকের দলেই তুমি থাক
Writer(s): Bakhtiar Hossain, Bay Of Bengal Lyrics powered by www.musixmatch.com