Nirobota Songtext
von Bappa Mazumder
Nirobota Songtext
যখনই যত ইচ্ছেগুলো
যা কিছু চেয়েছে নীরবে
তোমারই কাছে
তোমারই কাছে
যখনই যত কষ্টগুলো
যা কিছু দিয়েছি না বুঝে
তোমারই মনে
তোমারই মনে
তুমি দাওনি কখনো ফিরিয়ে
তুমি এসেছো নিয়ে
সাগর কুড়ানো ভালোবাসা
সাগর কুড়ানো ভালোবাসা...
যে ছবি হয়ে গেছে আঁকা
তোমারই স্মৃতি দিয়ে
ভালোলাগার যত রঙ দিয়ে
রয়ে গেছো হৃদয়ের গভীরে
হৃদয় গভীরে
হৃদয় গভীরে
দাওনি কখনো ফিরিয়ে
তুমি এসেছো নিয়ে
সাগরকুড়ানো ভালোবাসা
সাগরকুড়ানো ভালোবাসা...
যে নদী বয়ে গেছে একা
জীবনের দুঃখ ধুয়ে
ভালোবাসার যত কষ্ট হয়ে
মিশে গেছে হৃদয়ের স্রোতে
হৃদয় স্রোতে
হৃদয় স্রোতে
তুমি ক্ষমা দিও আমায়
আমি পারি নি দিতে
তোমার চাওয়া ভালোবাসা
আমার চাওয়া ভালোবাসা
যখনই যত ইচ্ছেগুলো
যা কিছু চেয়েছে নীরবে
তোমারই কাছে
তোমারই কাছে
যখনই যত কষ্টগুলো
যা কিছু দিয়েছি না বুঝে
তোমারই মনে
তোমারই মনে
যা কিছু চেয়েছে নীরবে
তোমারই কাছে
তোমারই কাছে
যখনই যত কষ্টগুলো
যা কিছু দিয়েছি না বুঝে
তোমারই মনে
তোমারই মনে
তুমি দাওনি কখনো ফিরিয়ে
তুমি এসেছো নিয়ে
সাগর কুড়ানো ভালোবাসা
সাগর কুড়ানো ভালোবাসা...
যে ছবি হয়ে গেছে আঁকা
তোমারই স্মৃতি দিয়ে
ভালোলাগার যত রঙ দিয়ে
রয়ে গেছো হৃদয়ের গভীরে
হৃদয় গভীরে
হৃদয় গভীরে
দাওনি কখনো ফিরিয়ে
তুমি এসেছো নিয়ে
সাগরকুড়ানো ভালোবাসা
সাগরকুড়ানো ভালোবাসা...
যে নদী বয়ে গেছে একা
জীবনের দুঃখ ধুয়ে
ভালোবাসার যত কষ্ট হয়ে
মিশে গেছে হৃদয়ের স্রোতে
হৃদয় স্রোতে
হৃদয় স্রোতে
তুমি ক্ষমা দিও আমায়
আমি পারি নি দিতে
তোমার চাওয়া ভালোবাসা
আমার চাওয়া ভালোবাসা
যখনই যত ইচ্ছেগুলো
যা কিছু চেয়েছে নীরবে
তোমারই কাছে
তোমারই কাছে
যখনই যত কষ্টগুলো
যা কিছু দিয়েছি না বুঝে
তোমারই মনে
তোমারই মনে
Writer(s): Rr, Traditional Lyrics powered by www.musixmatch.com