Mon Tore Songtext
von Bangla
Mon Tore Songtext
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে, ঘুণে করলো জরো জর
হায় মন রে, সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে, ঘুণে করলো জরো জর
আমি কি করে বাস করিবো এই ঘরে রে, হায় রে
তুই সে আমার মন
মন তরে পারলাম না বুঝাইতে রে, হায় রে
তুই সে আমার মন
তিন তক্তার এ নৌকাখানি
ও মনরে, গাঙে গাঙে চুয়ায় পানি
হায় মনরে, তিন তক্তার এ নৌকাখানি
ও মনরে, গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কি করে সেঁচিবো নৌকার পানি রে, হায় রে
তুই সে আমার মন
মন তরে পারলাম না বুঝাইতে রে, হায় রে
তুই সে আমার মন
আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে, স্বপ্ন দেইখা রইলি ভুলে
হায় মনরে, আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে, স্বপ্ন দেইখা রইলি ভুলে
আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, হায় রে
তুই সে আমার মন
মন তরে পারলাম না বুঝাইতে রে, হায় রে
তুই সে আমার মন
মন তরে পারলাম না বুঝাইতে রে, হায় রে
তুই সে আমার মন
তুই সে আমার মন
তুই সে আমার মন
ও মন রে, ঘুণে করলো জরো জর
হায় মন রে, সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে, ঘুণে করলো জরো জর
আমি কি করে বাস করিবো এই ঘরে রে, হায় রে
তুই সে আমার মন
মন তরে পারলাম না বুঝাইতে রে, হায় রে
তুই সে আমার মন
তিন তক্তার এ নৌকাখানি
ও মনরে, গাঙে গাঙে চুয়ায় পানি
হায় মনরে, তিন তক্তার এ নৌকাখানি
ও মনরে, গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কি করে সেঁচিবো নৌকার পানি রে, হায় রে
তুই সে আমার মন
মন তরে পারলাম না বুঝাইতে রে, হায় রে
তুই সে আমার মন
আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে, স্বপ্ন দেইখা রইলি ভুলে
হায় মনরে, আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে, স্বপ্ন দেইখা রইলি ভুলে
আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, হায় রে
তুই সে আমার মন
মন তরে পারলাম না বুঝাইতে রে, হায় রে
তুই সে আমার মন
মন তরে পারলাম না বুঝাইতে রে, হায় রে
তুই সে আমার মন
তুই সে আমার মন
তুই সে আমার মন
Writer(s): Shayan Chowdhury Arnob Lyrics powered by www.musixmatch.com