Rupali Guitar Songtext
von Ayub Bachchu
Rupali Guitar Songtext
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে
মনে রেখো তুমি
কত রাত কত দিন
শুনিয়েছি গান আমি, ক্লান্তিবিহীন
অধরে তোমার ফোটাতে হাসি
চলে গেছি শুধু
সুর থেকে কত সুরে
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে
শুধু ভেবো তুমি
অপরাধ ছিল কার
কাটিয়েছি রাত তবু, নিদ্রাবিহীন
বেদনা আমার হয়েছে সাথী
চলে গেছি আমি
কোনো স্মৃতি পুরে
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে
মনে রেখো তুমি
কত রাত কত দিন
শুনিয়েছি গান আমি, ক্লান্তিবিহীন
অধরে তোমার ফোটাতে হাসি
চলে গেছি শুধু
সুর থেকে কত সুরে
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে
শুধু ভেবো তুমি
অপরাধ ছিল কার
কাটিয়েছি রাত তবু, নিদ্রাবিহীন
বেদনা আমার হয়েছে সাথী
চলে গেছি আমি
কোনো স্মৃতি পুরে
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে
Writer(s): Mohammad Ayub Bachchu Lyrics powered by www.musixmatch.com