Prem Tumi Ki ? Songtext
von Ayub Bachchu
Prem Tumi Ki ? Songtext
প্রেম তুমি কি বলতো
কখনো আমার
কখনো আবার অপরিচিত কেউ
আহা প্রেম তুমি কি বলতো
এখনি আমার এখনি আবার
তুমি অন্য কারও
প্রেম তুমি কি বলতো
প্রথম দেখায় তোমার দুচোখ
দেখে ভুলে যায় আমি পৃথিবী
হঠাৎ দেখি তুমি নেই
পৃথিবীতো ঠিকি আছে, আছে স্বাভাবিক
তোমারি কারণে পৃথিবীতে ঘটে গেছে
কত অনা সৃষ্টি
তোমারি কারণে পৃথিবীতে হয়ে গেছে
কত অপরূপ সৃষ্টি
আহা প্রেম তুমি কি বলতো
কখনো আমার
কখনো আবার অপরিচিত কেউ
আহা প্রেম তুমি কি বলতো
ঠান্ডা হাওয়া হয়ে মানুষের মন জুড়ে
কখন যে তুমি এসে বসে থাকো
এই চোখ সেই চোখ
ঘুরে তুমি ঠিক ঠিক তোমারি প্রেম কে
ঠিকি বুকে টান
তোমারি কারণে পৃথিবীতে ঘটে গেছে
কত অনা সৃষ্টি
তোমারি কারণে পৃথিবীতে হয়ে গেছে
কত অপরূপ সৃষ্টি
আহা প্রেম তুমি কি বলতো
কখনো আমার
কখনো আবার অপরিচিত কেউ
প্রেম তুমি কি বলতো
এখনি আমার এখনি আবার তুমি অন্য কারও
প্রেম তুমি কি বলতো
প্রেম... তুমি কি বলতো...
প্রেম... তুমি কি বলতো...
প্রেম...
কখনো আমার
কখনো আবার অপরিচিত কেউ
আহা প্রেম তুমি কি বলতো
এখনি আমার এখনি আবার
তুমি অন্য কারও
প্রেম তুমি কি বলতো
প্রথম দেখায় তোমার দুচোখ
দেখে ভুলে যায় আমি পৃথিবী
হঠাৎ দেখি তুমি নেই
পৃথিবীতো ঠিকি আছে, আছে স্বাভাবিক
তোমারি কারণে পৃথিবীতে ঘটে গেছে
কত অনা সৃষ্টি
তোমারি কারণে পৃথিবীতে হয়ে গেছে
কত অপরূপ সৃষ্টি
আহা প্রেম তুমি কি বলতো
কখনো আমার
কখনো আবার অপরিচিত কেউ
আহা প্রেম তুমি কি বলতো
ঠান্ডা হাওয়া হয়ে মানুষের মন জুড়ে
কখন যে তুমি এসে বসে থাকো
এই চোখ সেই চোখ
ঘুরে তুমি ঠিক ঠিক তোমারি প্রেম কে
ঠিকি বুকে টান
তোমারি কারণে পৃথিবীতে ঘটে গেছে
কত অনা সৃষ্টি
তোমারি কারণে পৃথিবীতে হয়ে গেছে
কত অপরূপ সৃষ্টি
আহা প্রেম তুমি কি বলতো
কখনো আমার
কখনো আবার অপরিচিত কেউ
প্রেম তুমি কি বলতো
এখনি আমার এখনি আবার তুমি অন্য কারও
প্রেম তুমি কি বলতো
প্রেম... তুমি কি বলতো...
প্রেম... তুমি কি বলতো...
প্রেম...
Writer(s): Ayub Bachchu Lyrics powered by www.musixmatch.com