Shundor Prithiby Songtext
von AvoidRafa
Shundor Prithiby Songtext
সময় হলো হারিয়ে যাওয়ার আকাশের খেলায়
শ্রোতার মতো দাঁড়িয়ে দেখি অপেক্ষায়
তবুও কি জানি না ফিরে পাবো
এ সুন্দর পৃথিবী, এ সুন্দর আকাশ
আজ কেন ভেঙ্গে গেল সব আশা
এ সুন্দর বৃষ্টি, এ সুন্দর আশা
আজ কেন নিয়ে গেল ভালোবাসা
সময় হলো ফিরে যাওয়ার
এলোমেলো পথ ধরে
ভাঙ্গা শহর, ভাঙা কবিতা
আজ কানে বাজে কেন?
তবুও কি জানি না ফিরে যাবো
এ সুন্দর পৃথিবী, এ সুন্দর আকাশ
আজ কেন নিয়ে গেল সব আশা
এ সুন্দর বৃষ্টি, এ সুন্দর আশা
ঝড় এসে নিয়ে গেল আমার সুখগুলো
ভেঙ্গে গেল আমার কবিতা
এ সুন্দর পৃথিবী, এ সুন্দর আকাশ
আজ কেন ভেঙ্গে গেল সব আশা
এ সুন্দর বৃষ্টি, এ সুন্দর আশা
আজ কেন নিয়ে গেল ভালোবাসা
এ সুন্দর পৃথিবী, এ সুন্দর আকাশ
আজ কেন ভেঙ্গে গেল সব আশা
এ সুন্দর বৃষ্টি, এ সুন্দর আশা
আজ কেন সে নিয়ে গেল
শ্রোতার মতো দাঁড়িয়ে দেখি অপেক্ষায়
তবুও কি জানি না ফিরে পাবো
এ সুন্দর পৃথিবী, এ সুন্দর আকাশ
আজ কেন ভেঙ্গে গেল সব আশা
এ সুন্দর বৃষ্টি, এ সুন্দর আশা
আজ কেন নিয়ে গেল ভালোবাসা
সময় হলো ফিরে যাওয়ার
এলোমেলো পথ ধরে
ভাঙ্গা শহর, ভাঙা কবিতা
আজ কানে বাজে কেন?
তবুও কি জানি না ফিরে যাবো
এ সুন্দর পৃথিবী, এ সুন্দর আকাশ
আজ কেন নিয়ে গেল সব আশা
এ সুন্দর বৃষ্টি, এ সুন্দর আশা
ঝড় এসে নিয়ে গেল আমার সুখগুলো
ভেঙ্গে গেল আমার কবিতা
এ সুন্দর পৃথিবী, এ সুন্দর আকাশ
আজ কেন ভেঙ্গে গেল সব আশা
এ সুন্দর বৃষ্টি, এ সুন্দর আশা
আজ কেন নিয়ে গেল ভালোবাসা
এ সুন্দর পৃথিবী, এ সুন্দর আকাশ
আজ কেন ভেঙ্গে গেল সব আশা
এ সুন্দর বৃষ্টি, এ সুন্দর আশা
আজ কেন সে নিয়ে গেল
Writer(s): Raef Al Hasan Rafa Lyrics powered by www.musixmatch.com