Songtexte.com Drucklogo

Shundor Prithiby Songtext
von AvoidRafa

Shundor Prithiby Songtext

সময় হলো হারিয়ে যাওয়ার আকাশের খেলায়
শ্রোতার মতো দাঁড়িয়ে দেখি অপেক্ষায়

তবুও কি জানি না ফিরে পাবো
এ সুন্দর পৃথিবী, এ সুন্দর আকাশ

আজ কেন ভেঙ্গে গেল সব আশা
এ সুন্দর বৃষ্টি, এ সুন্দর আশা
আজ কেন নিয়ে গেল ভালোবাসা

সময় হলো ফিরে যাওয়ার
এলোমেলো পথ ধরে
ভাঙ্গা শহর, ভাঙা কবিতা
আজ কানে বাজে কেন?


তবুও কি জানি না ফিরে যাবো
এ সুন্দর পৃথিবী, এ সুন্দর আকাশ
আজ কেন নিয়ে গেল সব আশা
এ সুন্দর বৃষ্টি, এ সুন্দর আশা

ঝড় এসে নিয়ে গেল আমার সুখগুলো
ভেঙ্গে গেল আমার কবিতা

এ সুন্দর পৃথিবী, এ সুন্দর আকাশ
আজ কেন ভেঙ্গে গেল সব আশা

এ সুন্দর বৃষ্টি, এ সুন্দর আশা
আজ কেন নিয়ে গেল ভালোবাসা

এ সুন্দর পৃথিবী, এ সুন্দর আকাশ
আজ কেন ভেঙ্গে গেল সব আশা

এ সুন্দর বৃষ্টি, এ সুন্দর আশা
আজ কেন সে নিয়ে গেল

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Shundor Prithiby« gefällt bisher niemandem.