Shopno Dekhar Gaan Songtext
von AvoidRafa
Shopno Dekhar Gaan Songtext
অন্ধকারে অপলক তুমি
সঞ্চয় শুধু ঘৃণা আজ তোমার
হারিয়ে গেছে ভালোবাসা
অতএব আজ বিভাজন
মনে করো কোনো শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভীড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
কখনো ভেবেছিলে কি
থেমে যাবে সবকিছু এভাবে?
কখনো ভেবেছিলে কি
হারাবে সব আঁধারের মাঝে?
মনে করো কোনো শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভীড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোনো শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভীড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোনো শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভীড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোনো শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভীড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোনো শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভীড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোনো শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভীড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
সঞ্চয় শুধু ঘৃণা আজ তোমার
হারিয়ে গেছে ভালোবাসা
অতএব আজ বিভাজন
মনে করো কোনো শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভীড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
কখনো ভেবেছিলে কি
থেমে যাবে সবকিছু এভাবে?
কখনো ভেবেছিলে কি
হারাবে সব আঁধারের মাঝে?
মনে করো কোনো শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভীড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোনো শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভীড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোনো শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভীড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোনো শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভীড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোনো শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভীড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোনো শেষ বিকেলে
ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভীড়ে
একটিবার তোমার সব কান্না ভুলে
Writer(s): Rafsan Risal Lyrics powered by www.musixmatch.com