Shobhbhotar Khela Songtext
von AvoidRafa
Shobhbhotar Khela Songtext
সভ্যতার খেলায় রঙিন পৃথিবী
আকাশে কখন দেখবো
রঙিন প্রার্থনার পৃথিবী
আমার জীবন রঙিন কল্পনায় স্তিমিত
রং সরিয়ে নিয়ে যায় আলো
আলো
বহুত দূরে দেয়ালের অন্ধকার আলোতে প্রতিবিম্ব
কল্পনার সাথে খেলা করে
একটু বিশ্বাস অথবা অবিশ্বাসের খেলাঘরে
যাবো কি আমি সেথায়?
শত সহস্র শক্তির মাঝে অবাক হই আমি
অস্তিত্ব বলে আর কিছু নেই আর
কষ্ট চিৎকারে রাতের অন্ধকারে
ভেঙে গেলাম একটুখানি হই আমি
সব শুনেও আঁধারে লুকিয়ে থাকি
অন্ধকারেই দেওয়ালে এঁকে দাও
তোমাদের হাতের ছাপ
শত সহস্র শক্তির মাঝে অবাক হই আমি
অস্তিত্ব বলে আর কিছু নেই আর
কষ্ট চিৎকারে রাতের অন্ধকার
ভেঙে গেলে একটুখানি হই আমি
সব শুনেও আঁধারে লুকিয়ে থাকি
শত সহস্র শক্তির মাঝে অবাক হই আমি
অস্তিত্ব বলে আর কিছু নেই আর
কষ্ট চিৎকারে রাতের অন্ধকারে
ভেঙে গেলাম একটুখানি হই আমি
সব শুনেও আঁধারে লুকিয়ে থাকি
আকাশে কখন দেখবো
রঙিন প্রার্থনার পৃথিবী
আমার জীবন রঙিন কল্পনায় স্তিমিত
রং সরিয়ে নিয়ে যায় আলো
আলো
বহুত দূরে দেয়ালের অন্ধকার আলোতে প্রতিবিম্ব
কল্পনার সাথে খেলা করে
একটু বিশ্বাস অথবা অবিশ্বাসের খেলাঘরে
যাবো কি আমি সেথায়?
শত সহস্র শক্তির মাঝে অবাক হই আমি
অস্তিত্ব বলে আর কিছু নেই আর
কষ্ট চিৎকারে রাতের অন্ধকারে
ভেঙে গেলাম একটুখানি হই আমি
সব শুনেও আঁধারে লুকিয়ে থাকি
অন্ধকারেই দেওয়ালে এঁকে দাও
তোমাদের হাতের ছাপ
শত সহস্র শক্তির মাঝে অবাক হই আমি
অস্তিত্ব বলে আর কিছু নেই আর
কষ্ট চিৎকারে রাতের অন্ধকার
ভেঙে গেলে একটুখানি হই আমি
সব শুনেও আঁধারে লুকিয়ে থাকি
শত সহস্র শক্তির মাঝে অবাক হই আমি
অস্তিত্ব বলে আর কিছু নেই আর
কষ্ট চিৎকারে রাতের অন্ধকারে
ভেঙে গেলাম একটুখানি হই আমি
সব শুনেও আঁধারে লুকিয়ে থাকি
Writer(s): Raef Al Hasan Rafa Lyrics powered by www.musixmatch.com