Songtexte.com Drucklogo

Bangladesher Nam Songtext
von AvoidRafa

Bangladesher Nam Songtext

নিদ্রার শীতল কোলে
শেষ নিঃশ্বাসের ক্ষণ ক্রমশ
আঘাতে আঘাতে কেঁদে ওঠে
শহীদের নাম

রক্তে সিক্ত শরীর, বারুদের ঘ্রাণ
অবশ অপারগ
হত্যাকারী পাক হানাদার
এগিয়ে আসে মৃত্যু নিশ্চিত করতে

বেয়নেট চলে
চলে বারবার
ক্ষত বিক্ষত লাশ
নৃশংস (নৃশংস)
শহীদের দলে স্থান করে নেয়
আরো একটি নাম
স্বাধীন বাংলার যুদ্ধ এবার


সবুজের মাটিতে লাল রক্ত দিয়ে
লিখে রাখা বাংলাদেশের নাম
শত অত্যাচারে, অবহেলার নিপীড়নে
রাজপথে প্রতিবাদ

২৫শে মার্চের ভয়াল কালরাত, নির্মম গণহত্যা
ক্ষমতার লোভে মাতাল পশুর দল
মেতে ওঠে বাঙালি বধের পাশবিক কামনায়

সাহসী বিদ্রোহী বীর বাঙালি
সময় এবার জবাব দেবার দাঁতভাঙ্গা
ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো
নতুন সূর্য ওঠার এইতো সময়

দুর্বল তোরা সব জানোয়ার
ধ্বংস করবো নিজ হাতে
দুর্গ-ঘাঁটি উড়িয়ে দেবো
আকাশ বজ্রপাত হয়ে

আমি মুক্তি, আমি সংগ্রাম
আমি ছাড়বো না মাটির একটি কণা
পূর্ব বাংলা শত্রুমুক্ত হবেই

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Bangladesher Nam« gefällt bisher niemandem.