Shomadhi Shohor Songtext
von Aurthohin
Shomadhi Shohor Songtext
বৃদ্ধ নীলে বন্দি ঘুড়ির ডানায় লেগেছে ক্লান্ত রোদ
তোমার জন্য যুদ্ধাহত পৃথিবীময় শান্তিশ্লোক
সমাধির বাগানে সবুজ আকাশ, যুদ্ধে হারায় তোমার মুখ
অন্ধকার আর আলোর ভেতর শরীরে আজ শান্তিরোগ
Epitaph এর ঠাণ্ডা শরীর
চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে
ইতিহাসের সমাধি শহর
বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে
স্বপ্ন-সড়ক মিলেছে আবার অন্ধকারের ধ্বংসস্তুপে
তোমার স্বপ্ন যুদ্ধাহত পড়ে থাকে শহিদস্তম্ভে শহীদমিনার
সমাধির বাগানে সবুজ আকাশ, যুদ্ধে হারায় তোমার মুখ
অন্ধকার আর আলোর ভেতর শরীরে আজ শান্তিরোগ
Epitaph এর ঠাণ্ডা শরীর
চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে
ইতিহাসের সমাধি শহর
বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে
যুদ্ধ এখন ঘুমের chorus
মৃত্যু এখন অলস ঘুম
তোমার চোখে বৃদ্ধ আকাশ
নিথর এখন স্তব্ধ নিঝুম
Epitaph এর ঠাণ্ডা শরীর
চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে
ইতিহাসের সমাধি শহর
বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে
তোমার জন্য যুদ্ধাহত পৃথিবীময় শান্তিশ্লোক
সমাধির বাগানে সবুজ আকাশ, যুদ্ধে হারায় তোমার মুখ
অন্ধকার আর আলোর ভেতর শরীরে আজ শান্তিরোগ
Epitaph এর ঠাণ্ডা শরীর
চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে
ইতিহাসের সমাধি শহর
বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে
স্বপ্ন-সড়ক মিলেছে আবার অন্ধকারের ধ্বংসস্তুপে
তোমার স্বপ্ন যুদ্ধাহত পড়ে থাকে শহিদস্তম্ভে শহীদমিনার
সমাধির বাগানে সবুজ আকাশ, যুদ্ধে হারায় তোমার মুখ
অন্ধকার আর আলোর ভেতর শরীরে আজ শান্তিরোগ
Epitaph এর ঠাণ্ডা শরীর
চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে
ইতিহাসের সমাধি শহর
বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে
যুদ্ধ এখন ঘুমের chorus
মৃত্যু এখন অলস ঘুম
তোমার চোখে বৃদ্ধ আকাশ
নিথর এখন স্তব্ধ নিঝুম
Epitaph এর ঠাণ্ডা শরীর
চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে
ইতিহাসের সমাধি শহর
বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে
Lyrics powered by www.musixmatch.com