Kaadbe Bishmoye Songtext
von Aurthohin
Kaadbe Bishmoye Songtext
যদি ফিরে আসতে চাই
আবার ঘুরে দাঁড়াই
ভেবো না বদলে দিতে চাই পুরোনো মন্ত্রে
শেষ কথাগুলো শেষ
শেষ ব্যর্থ অবশেষ
চমকে দেবো আজ তোমার ঘুম ভাঙ্গিয়ে
আনন্দ-দুঃখে নয়
কাঁদবে বিস্ময়ে!
যদি ফিরে আসতে চাই
আবার ঘুরে দাঁড়াই
ভেবো না বদলে দিতে চাই পুরোনো মন্ত্রে
শেষ কথাগুলো শেষ
শেষ ব্যর্থ অবশেষ
চমকে দেবো আজ তোমার ঘুম ভাঙ্গিয়ে
আনন্দ-দুঃখে নয়
কাঁদবে বিস্ময়ে!
সূর্যটা জ্বেলে নেবো নিজেরই মত
ব্যর্থতায় হাবুডুবু নয় কখনও
গোধূলীর গায়ে ভেসে যাবো আমরা এ দু′জন
নতুন এক পৃথিবীতে তোমারই মতন
গতির অভাবে সুখ থেমে যাবে না
হাত বাড়ালে কখনো অপ্রাপ্তি মিলবে না
হারিয়ে যাওয়ার ভয় তোমায় ছোঁবে না
সময়কে পিছে রেখে এগিয়ে যাবো
আনন্দ-দুঃখে নয়
সূর্যটা জ্বেলে নেবো নিজেরই মতো
ব্যর্থতায় হাবুডুবু নয় কখনো
গোধূলীর গায়ে ভেসে যাবো আমরা এ দু'জন
নতুন এক পৃথিবীতে তোমারই মতন
আবার ঘুরে দাঁড়াই
ভেবো না বদলে দিতে চাই পুরোনো মন্ত্রে
শেষ কথাগুলো শেষ
শেষ ব্যর্থ অবশেষ
চমকে দেবো আজ তোমার ঘুম ভাঙ্গিয়ে
আনন্দ-দুঃখে নয়
কাঁদবে বিস্ময়ে!
যদি ফিরে আসতে চাই
আবার ঘুরে দাঁড়াই
ভেবো না বদলে দিতে চাই পুরোনো মন্ত্রে
শেষ কথাগুলো শেষ
শেষ ব্যর্থ অবশেষ
চমকে দেবো আজ তোমার ঘুম ভাঙ্গিয়ে
আনন্দ-দুঃখে নয়
কাঁদবে বিস্ময়ে!
সূর্যটা জ্বেলে নেবো নিজেরই মত
ব্যর্থতায় হাবুডুবু নয় কখনও
গোধূলীর গায়ে ভেসে যাবো আমরা এ দু′জন
নতুন এক পৃথিবীতে তোমারই মতন
গতির অভাবে সুখ থেমে যাবে না
হাত বাড়ালে কখনো অপ্রাপ্তি মিলবে না
হারিয়ে যাওয়ার ভয় তোমায় ছোঁবে না
সময়কে পিছে রেখে এগিয়ে যাবো
আনন্দ-দুঃখে নয়
সূর্যটা জ্বেলে নেবো নিজেরই মতো
ব্যর্থতায় হাবুডুবু নয় কখনো
গোধূলীর গায়ে ভেসে যাবো আমরা এ দু'জন
নতুন এক পৃথিবীতে তোমারই মতন
Lyrics powered by www.musixmatch.com