Tati Songtext
von Arnob
Tati Songtext
হানা দেই রেশমের বনে
পাক দিই পশমের রোঁয়ায়
তাঁত ঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙ্গুলের ছোঁয়ায়
হানা দিই রেশমের বনে
পাক দিই পশমের রোঁয়ায়
তাঁত ঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙ্গুলের ছোঁয়ায়
বুনতে বুনতে তাঁতি-মন, টানা-পোড়েনের ধূন সাধে
সূতোর উন্মুক্ত প্রান্ত যত, একে একে গিঁট দিয়ে বাঁধে
বুনতে বুনতে তাঁতি-মন, টানা-পোড়েনের ধূন সাধে
সূতোর উন্মুক্ত প্রান্ত যত, একে একে গিঁট দিয়ে বাঁধে
গোড়ায় গোড়ায় বাঁধা ছবি, শরীর জুড়ে খেলে যায়
দিনলিপি লিখে যায় কবি, দিন বয়ানের কবিতায়
গোড়ায় গোড়ায় বাঁধা ছবি, শরীর জুড়ে খেলে যায়
দিনলিপি লিখে যায় কবি, দিন বয়ানের কবিতায়
হানা দিই রেশমের বনে
পাক দিই পশমের রোঁয়ায়
তাঁত ঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙ্গুলের ছোঁয়ায়
হানা দিই রেশমের বনে
পাক দিই পশমের রোঁয়ায়
তাঁত ঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙ্গুলের ছোঁয়ায়
পাক দিই পশমের রোঁয়ায়
তাঁত ঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙ্গুলের ছোঁয়ায়
হানা দিই রেশমের বনে
পাক দিই পশমের রোঁয়ায়
তাঁত ঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙ্গুলের ছোঁয়ায়
বুনতে বুনতে তাঁতি-মন, টানা-পোড়েনের ধূন সাধে
সূতোর উন্মুক্ত প্রান্ত যত, একে একে গিঁট দিয়ে বাঁধে
বুনতে বুনতে তাঁতি-মন, টানা-পোড়েনের ধূন সাধে
সূতোর উন্মুক্ত প্রান্ত যত, একে একে গিঁট দিয়ে বাঁধে
গোড়ায় গোড়ায় বাঁধা ছবি, শরীর জুড়ে খেলে যায়
দিনলিপি লিখে যায় কবি, দিন বয়ানের কবিতায়
গোড়ায় গোড়ায় বাঁধা ছবি, শরীর জুড়ে খেলে যায়
দিনলিপি লিখে যায় কবি, দিন বয়ানের কবিতায়
হানা দিই রেশমের বনে
পাক দিই পশমের রোঁয়ায়
তাঁত ঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙ্গুলের ছোঁয়ায়
হানা দিই রেশমের বনে
পাক দিই পশমের রোঁয়ায়
তাঁত ঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙ্গুলের ছোঁয়ায়
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com