Shopno Debe Doob Songtext
von Arnob
Shopno Debe Doob Songtext
আকাশ যেন নামতে থাকে নিচু থেকে নিচু,
নীল তারারা মুখ ঢেকে দেয় বলা হয় না কিছু।
আকাশ যেন নামতে থাকে নিচু থেকে নিচু,
নীল তারারা মুখ ঢেকে দেয় বলা হয় না কিছু।
মস্ত বড় অন্ধকারে স্বপ্ন দেবে ডুব,
থাকবি ভাল স্বপ্ন ছাড়া সে কি কঠিন খুব?
মস্ত বড় অন্ধকারে স্বপ্ন দেবে ডুব,
থাকবি ভাল স্বপ্ন ছাড়া সে কি কঠিন খুব?
রহস্য নীল রাতের আলো সূর্যি ডোবে সন্ধ্যাবেলা,
কালোয় কালো রঙ মাখিয়ে রাত্রি বুকে বানিয়ে তোলা।
রহস্য নীল রাতের আলো সূর্যি ডোবে সন্ধ্যাবেলা,
কালোয় কালো রঙ মাখিয়ে রাত্রি বুকে বানিয়ে তোলা।
আমিও তোর থাকবো পাশে আসবো ফিরে যখন তখন
চারটে হাতে ঘুরে ঘুরে বিন্দু বিন্দু জীবন যাপন।
আমিও তোর থাকবো পাশে আসবো ফিরে যখন তখন
চারটে হাতে ঘুরে ঘুরে বিন্দু বিন্দু জীবন যাপন।
নীল তারারা মুখ ঢেকে দেয় বলা হয় না কিছু।
আকাশ যেন নামতে থাকে নিচু থেকে নিচু,
নীল তারারা মুখ ঢেকে দেয় বলা হয় না কিছু।
মস্ত বড় অন্ধকারে স্বপ্ন দেবে ডুব,
থাকবি ভাল স্বপ্ন ছাড়া সে কি কঠিন খুব?
মস্ত বড় অন্ধকারে স্বপ্ন দেবে ডুব,
থাকবি ভাল স্বপ্ন ছাড়া সে কি কঠিন খুব?
রহস্য নীল রাতের আলো সূর্যি ডোবে সন্ধ্যাবেলা,
কালোয় কালো রঙ মাখিয়ে রাত্রি বুকে বানিয়ে তোলা।
রহস্য নীল রাতের আলো সূর্যি ডোবে সন্ধ্যাবেলা,
কালোয় কালো রঙ মাখিয়ে রাত্রি বুকে বানিয়ে তোলা।
আমিও তোর থাকবো পাশে আসবো ফিরে যখন তখন
চারটে হাতে ঘুরে ঘুরে বিন্দু বিন্দু জীবন যাপন।
আমিও তোর থাকবো পাশে আসবো ফিরে যখন তখন
চারটে হাতে ঘুরে ঘুরে বিন্দু বিন্দু জীবন যাপন।
Lyrics powered by www.musixmatch.com