Prochondo Gorojone Songtext
von Arnob
Prochondo Gorojone Songtext
প্রচণ্ড গর্জনে আসিলো এ কি দুর্দিন
দারুণ ঘনঘটা, অবিরল অশনিতর্জন
প্রচণ্ড গর্জনে আসিলো এ কি দুর্দিন
দারুণ ঘনঘটা, অবিরল অশনিতর্জন
প্রচণ্ড গর্জনে
ঘন ঘন দামিনী ভুজঙ্গ-ক্ষত যামিনী
ঘন ঘন দামিনী ভুজঙ্গ-ক্ষত যামিনী
অম্বর করিছে অন্ধনয়নে অশ্রু-বরিষন
প্রচণ্ড গর্জনে
ছাড়ো রে শঙ্কা, জাগো ভীরু অলস
আনন্দে জাগাও অন্তরে শকতি
ছাড়ো রে শঙ্কা, জাগো ভীরু অলস
আনন্দে জাগাও অন্তরে শকতি
অকুণ্ঠ আঁখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত
অকুণ্ঠ আঁখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত
মহাভয়-মহাসনে অপরূপ মৃত্যুঞ্জয়রূপে ভয়হরণ
প্রচণ্ড গর্জনে আসিলো এ কি দুর্দিন
দারুণ ঘনঘটা, অবিরল অশনিতর্জন
প্রচণ্ড গর্জনে আসিলো এ কি দুর্দিন
দারুণ ঘনঘটা, অবিরল অশনিতর্জন
প্রচণ্ড গর্জনে
ঘন ঘন দামিনী ভুজঙ্গ-ক্ষত যামিনী
ঘন ঘন দামিনী ভুজঙ্গ-ক্ষত যামিনী
অম্বর করিছে
দারুণ ঘনঘটা, অবিরল অশনিতর্জন
প্রচণ্ড গর্জনে আসিলো এ কি দুর্দিন
দারুণ ঘনঘটা, অবিরল অশনিতর্জন
প্রচণ্ড গর্জনে
ঘন ঘন দামিনী ভুজঙ্গ-ক্ষত যামিনী
ঘন ঘন দামিনী ভুজঙ্গ-ক্ষত যামিনী
অম্বর করিছে অন্ধনয়নে অশ্রু-বরিষন
প্রচণ্ড গর্জনে
ছাড়ো রে শঙ্কা, জাগো ভীরু অলস
আনন্দে জাগাও অন্তরে শকতি
ছাড়ো রে শঙ্কা, জাগো ভীরু অলস
আনন্দে জাগাও অন্তরে শকতি
অকুণ্ঠ আঁখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত
অকুণ্ঠ আঁখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত
মহাভয়-মহাসনে অপরূপ মৃত্যুঞ্জয়রূপে ভয়হরণ
প্রচণ্ড গর্জনে আসিলো এ কি দুর্দিন
দারুণ ঘনঘটা, অবিরল অশনিতর্জন
প্রচণ্ড গর্জনে আসিলো এ কি দুর্দিন
দারুণ ঘনঘটা, অবিরল অশনিতর্জন
প্রচণ্ড গর্জনে
ঘন ঘন দামিনী ভুজঙ্গ-ক্ষত যামিনী
ঘন ঘন দামিনী ভুজঙ্গ-ক্ষত যামিনী
অম্বর করিছে
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com