Megh Boleche Songtext
von Arnob
Megh Boleche Songtext
মেঘ বলেছে যাব যাব
রাত বলেছে যাই
সাগর বলেছে কুল মিলেছে,
আমি তো আর নাই
দুঃখ বলে রইনু চুপে
তাহার পায়ে চিহ্নরূপে
আমি বলে মিলাই আমি
আর কিছু না চাই
ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা
গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা
প্রেম বলে যে যুগে যুগে
তোমার লাগি আছি জেগে
মরণ বলে আমি তোমার জীবন তরী বাই
রাত বলেছে যাই
সাগর বলেছে কুল মিলেছে,
আমি তো আর নাই
দুঃখ বলে রইনু চুপে
তাহার পায়ে চিহ্নরূপে
আমি বলে মিলাই আমি
আর কিছু না চাই
ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা
গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা
প্রেম বলে যে যুগে যুগে
তোমার লাগি আছি জেগে
মরণ বলে আমি তোমার জীবন তরী বাই
Writer(s): Rabindra Tagore, Srabani Sen Lyrics powered by www.musixmatch.com