Gaaner Shurer Songtext
von Arnob
Gaaner Shurer Songtext
গানের সুরের আসনখানি
পাতি পথের ধারে
ওগো পথিক, ওগো পথিক
তুমি এসে বসবে বারে বারে
গানের সুরের আসনখানি
ঐ যে তোমার ভোরের পাখি
নিত্য করে ডাকাডাকি
ঐ যে তোমার ভোরের পাখি
নিত্য করে ডাকাডাকি
অরুণ-আলোর খেয়ায় যখন
এসো ঘাটের পারে
মোর প্রভাতীর গানখানিতে
দাঁড়াও আমার দ্বারে
গানের সুরের আসনখানি
পাতি পথের ধারে
ওগো পথিক, ওগো পথিক
তুমি এসে বসবে বারে বারে
গানের সুরের আসনখানি
আজ সকালে মেঘের ছায়া
লুটিয়ে পড়ে বনে
জল ভরেছে ঐ গগনের
নীল নয়নের কোণে
আজ সকালে মেঘের ছায়া
লুটিয়ে পড়ে বনে
জল ভরেছে ঐ গগনের
নীল নয়নের কোণে
আজকে এলেম নতুন বেশে
তালের বনে মাঠের শেষে
আজকে এলেম নতুন বেশে
তালের বনে মাঠের শেষে
অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে
দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে
গানের সুরের আসনখানি
পাতি পথের ধারে
ওগো পথিক, ওগো পথিক
তুমি এসে বসবে বারে বারে
গানের সুরের আসনখানি
পাতি পথের ধারে
ওগো পথিক, ওগো পথিক
তুমি এসে বসবে বারে বারে
গানের সুরের আসনখানি
ঐ যে তোমার ভোরের পাখি
নিত্য করে ডাকাডাকি
ঐ যে তোমার ভোরের পাখি
নিত্য করে ডাকাডাকি
অরুণ-আলোর খেয়ায় যখন
এসো ঘাটের পারে
মোর প্রভাতীর গানখানিতে
দাঁড়াও আমার দ্বারে
গানের সুরের আসনখানি
পাতি পথের ধারে
ওগো পথিক, ওগো পথিক
তুমি এসে বসবে বারে বারে
গানের সুরের আসনখানি
আজ সকালে মেঘের ছায়া
লুটিয়ে পড়ে বনে
জল ভরেছে ঐ গগনের
নীল নয়নের কোণে
আজ সকালে মেঘের ছায়া
লুটিয়ে পড়ে বনে
জল ভরেছে ঐ গগনের
নীল নয়নের কোণে
আজকে এলেম নতুন বেশে
তালের বনে মাঠের শেষে
আজকে এলেম নতুন বেশে
তালের বনে মাঠের শেষে
অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে
দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে
গানের সুরের আসনখানি
পাতি পথের ধারে
ওগো পথিক, ওগো পথিক
তুমি এসে বসবে বারে বারে
গানের সুরের আসনখানি
Lyrics powered by www.musixmatch.com