Akash Kalo Songtext
von Arnob
Akash Kalo Songtext
তোমার আকাশ কালো
নিঃশ্বাসে ছাই ধোঁয়া ঠাসা
কারখানা বন্ধের নোটিশ ঝুলেছে
বদ্ধ করেছে নীলাশা
তোমার আকাশ কালো
নিঃশ্বাসে ছাই ধোঁয়া ঠাসা
কারখানা বন্ধের নোটিশ ঝুলেছে
বদ্ধ করেছে নীলাশা
ক্ষুধার্ত তুমি তাই
ক্ষুধার্ত তোমার শাষক
ক্ষুধার্ত দিন রাতে
ক্ষিদেই জ্বলছে দুই চোখ
ক্ষুধার্ত তুমি তাই
ক্ষুধার্ত তোমার শাষক
ক্ষুধার্ত দিন রাতে
ক্ষিদেই জ্বলছে দুই চোখ
নিঃশ্বাসে ছাই ধোঁয়া ঠাসা
কারখানা বন্ধের নোটিশ ঝুলেছে
বদ্ধ করেছে নীলাশা
তোমার আকাশ কালো
নিঃশ্বাসে ছাই ধোঁয়া ঠাসা
কারখানা বন্ধের নোটিশ ঝুলেছে
বদ্ধ করেছে নীলাশা
ক্ষুধার্ত তুমি তাই
ক্ষুধার্ত তোমার শাষক
ক্ষুধার্ত দিন রাতে
ক্ষিদেই জ্বলছে দুই চোখ
ক্ষুধার্ত তুমি তাই
ক্ষুধার্ত তোমার শাষক
ক্ষুধার্ত দিন রাতে
ক্ষিদেই জ্বলছে দুই চোখ
Writer(s): Sahana Lyrics powered by www.musixmatch.com