Allergic Songtext
von Ari Up
Allergic Songtext
বন্ধু তুমি
হয়ত ভুলে আছো আমায়
আমি তো এখনো পারি নি।
এলোমেলো এই মনটা তোমার
অগোচরে জানি আমায় খুঁজে
তবুও কখনও বলো নি।
জানি পাশেই আছো
ছুঁয়ে দেখতে পারি নি,
জানি কাছেই আছো
উপলব্ধি করি নি।
তবু স্বপ্ন দেখি
একদিন দুজনে আকাশ ছোব
বিষণ্ণতার সাথে আরি নিব।
কোনো এক শরতের বিকেলে
চিরচেনা কোনো মোহের ভিরে
এখনও হয়ত একা ভাবছ আমায়।
বৃষ্টির রিমঝিম শব্দে
এখনো কি তুমি আকছো ছবি।
ভবঘুরে সেই নীল ক্যানভাস
আমার কবি।
কবিতার সব পন্থি গুলো
অকারনে বড় অবাঞ্ছিত
প্রিয় সুর গুলো কেমন যেন
অপরিচিত।
জোৎসার সাথে সঙ্গী হয়ে
দেখো একা আমি হাটছি আজও।
সুখী হবো বলে খুজছি তোমায় প্রতিনিয়ত।
জানি পাশেই আছো
ছুঁয়ে দেখতে পারি নি।
জানি কাছেই আছো
উপলব্ধি করি নি।
তবু স্বপ্ন দেখি একদিন দুজবে
আকাশ ছোব।
বিষন্নতার সাথে আড়ি নিব।
জানি পাশেই আছো
ছুঁয়ে দেখতে পারি নি।
জানি কাছেই আছো
উপলব্ধি করি নি।
তবুও স্বপ্ন দেখি
একদিন দুজনে আকাশ ছোব
বিষন্নতার সাথে আড়ি নেব।
হয়ত ভুলে আছো আমায়
আমি তো এখনো পারি নি।
এলোমেলো এই মনটা তোমার
অগোচরে জানি আমায় খুঁজে
তবুও কখনও বলো নি।
জানি পাশেই আছো
ছুঁয়ে দেখতে পারি নি,
জানি কাছেই আছো
উপলব্ধি করি নি।
তবু স্বপ্ন দেখি
একদিন দুজনে আকাশ ছোব
বিষণ্ণতার সাথে আরি নিব।
কোনো এক শরতের বিকেলে
চিরচেনা কোনো মোহের ভিরে
এখনও হয়ত একা ভাবছ আমায়।
বৃষ্টির রিমঝিম শব্দে
এখনো কি তুমি আকছো ছবি।
ভবঘুরে সেই নীল ক্যানভাস
আমার কবি।
কবিতার সব পন্থি গুলো
অকারনে বড় অবাঞ্ছিত
প্রিয় সুর গুলো কেমন যেন
অপরিচিত।
জোৎসার সাথে সঙ্গী হয়ে
দেখো একা আমি হাটছি আজও।
সুখী হবো বলে খুজছি তোমায় প্রতিনিয়ত।
জানি পাশেই আছো
ছুঁয়ে দেখতে পারি নি।
জানি কাছেই আছো
উপলব্ধি করি নি।
তবু স্বপ্ন দেখি একদিন দুজবে
আকাশ ছোব।
বিষন্নতার সাথে আড়ি নিব।
জানি পাশেই আছো
ছুঁয়ে দেখতে পারি নি।
জানি কাছেই আছো
উপলব্ধি করি নি।
তবুও স্বপ্ন দেখি
একদিন দুজনে আকাশ ছোব
বিষন্নতার সাথে আড়ি নেব।
Writer(s): Ariane Forster Lyrics powered by www.musixmatch.com