Prolaap Songtext
von Arbovirus
Prolaap Songtext
মাননীয় নেতানেত্রী মহোদয়গণ
আপনাদেরকে স্বাগত জানাই
স্বাফল্যের সাথে দেশের বারোটা বাজানোর জন্যে
এরপরও আপনারা ক্ষান্ত হননি
এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গকিলোমিটারের এই দেশটাকে
আপনারা বিক্রি করেছেন বারবার
আপনাদের পকেট ফুলেছে, আর আমরা হয়েছি বোকা
বোকা মানুষের দুঃখ নেই, দুঃখ নেই
তাই হাসিমুখে সব মেনে নিয়েছি
কত তর্ক সেই কাগজ-কালিতে
দুই কুকুরের মারামারিতে
কালো বিড়াল ট্রেনের বগিতে
বাক স্বাধীনতা, সে আবার কি?
স্বপ্নহরন দাসত্ব অনুধাবনে, মুক্তচিন্তা থাকুক বন্ধ ঘরে
সাদা মনের মানুষ তোমাকে ক্ষমা চাইতে হয়
সত্য বলার অপরাধে
আমার দেশ আমাকেই ফিরিয়ে নিতে হবে
যদি শুরু হতে হয় শূন্য থেকে, তবে তাই হোক
আবারো ঘুরেফিরে একই পথে এসে
প্রসুরে পরে দানবের অনুভবে
আমার দেশ আমাকেই ফিরিয়ে নিতে হবে
যদি শুরু হতে হয় শূন্য থেকে, তবে তাই হোক
আজ যুদ্ধাপরাধিদের মানবাধিকারের জন্য গলা ফাটানো হয়
কিসের মানবাধিকার?
শুধু মানুষের জন্য, রাজাকারের জন্য নয়
আজ যদি হানাদাররা জিততো
তবে একে একে জবাই করত মুক্তিযোদ্ধাদের
যেমন তারা করেছিল ৭১-এ
আমরা ভুলে যেতে পারি
কিন্তু তারা একটুও ভুলেনি
একটুও ভুলেনি, একটুও ভুলেনি, ভুলেনি
আপনাদেরকে স্বাগত জানাই
স্বাফল্যের সাথে দেশের বারোটা বাজানোর জন্যে
এরপরও আপনারা ক্ষান্ত হননি
এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গকিলোমিটারের এই দেশটাকে
আপনারা বিক্রি করেছেন বারবার
আপনাদের পকেট ফুলেছে, আর আমরা হয়েছি বোকা
বোকা মানুষের দুঃখ নেই, দুঃখ নেই
তাই হাসিমুখে সব মেনে নিয়েছি
কত তর্ক সেই কাগজ-কালিতে
দুই কুকুরের মারামারিতে
কালো বিড়াল ট্রেনের বগিতে
বাক স্বাধীনতা, সে আবার কি?
স্বপ্নহরন দাসত্ব অনুধাবনে, মুক্তচিন্তা থাকুক বন্ধ ঘরে
সাদা মনের মানুষ তোমাকে ক্ষমা চাইতে হয়
সত্য বলার অপরাধে
আমার দেশ আমাকেই ফিরিয়ে নিতে হবে
যদি শুরু হতে হয় শূন্য থেকে, তবে তাই হোক
আবারো ঘুরেফিরে একই পথে এসে
প্রসুরে পরে দানবের অনুভবে
আমার দেশ আমাকেই ফিরিয়ে নিতে হবে
যদি শুরু হতে হয় শূন্য থেকে, তবে তাই হোক
আজ যুদ্ধাপরাধিদের মানবাধিকারের জন্য গলা ফাটানো হয়
কিসের মানবাধিকার?
শুধু মানুষের জন্য, রাজাকারের জন্য নয়
আজ যদি হানাদাররা জিততো
তবে একে একে জবাই করত মুক্তিযোদ্ধাদের
যেমন তারা করেছিল ৭১-এ
আমরা ভুলে যেতে পারি
কিন্তু তারা একটুও ভুলেনি
একটুও ভুলেনি, একটুও ভুলেনি, ভুলেনি
Lyrics powered by www.musixmatch.com