Tistaan Songtext
von Anupam Roy
Tistaan Songtext
পাঁচ টাকা দিয়ে দিনের শুরু
ষোল টাকা দিয়ে শেষ
তিন টাকা দিয়ে মুক্তি কিনে
হবো নিরুদ্দেশ
পাঁচ টাকা দিয়ে দিনের শুরু
ষোল টাকা দিয়ে শেষ
তিন টাকা দিয়ে মুক্তি কিনে
হবো নিরুদ্দেশ
তখন কেন হাত বাড়ালে?
এখন কেন চুপ?
তখন কেন জ্বাললে আলো?
এখন পোড়াও ধূপ?
আর এখন তুমি নিচ্ছো অন্য রূপ
আর এখন almost পাগল এ মন
বিষ পানে অভ্যস্ত এ জীবন
শূন্য দু′হাত আবার চাইছে
ফিরিয়ে নিয়ে চলো
তিস্তানে
তিস্তানে
তিস্তানে
মাসটা যখন ফুরিয়ে যাবে
ওরা দেবে অনেক টাকা
তবু মাসের শেষেই মনে হবে
ভেতরটা খুব ফাঁকা
সময় যখন আটকে রাখবে
সময় চলবে না
যখন সময় অনেক দরকার
সময় থাকবে না
তখন সময় তোমার পাশে নেই
আর এখন almost পাগল এ মন
বিষ পানে অভ্যস্ত এ জীবন
শূন্য দু'হাত আবার চাইছে
ফিরিয়ে নিয়ে চলো
তিস্তানে
তিস্তানে
তিস্তানে
যখন বলেছিলাম আমি চলে যাবো
তখন কেন কাঁদো নি?
একের পর এক ভুল করেছি
তবু কেন আটকাওনি?
যতক্ষণ তুমি জিতছো
প্রত্যেকটা মানুষ তোমার সাথে
তুমি একবার হেরে যাও
আর কেউ নেই তোমার পাশে
তখন কেন হাত বাড়ালে?
এখন কেন চুপ?
তখন কেন জ্বাললে আলো?
এখন পোড়াও ধূপ?
আর এখন তুমি নিচ্ছো অন্য রূপ
আর এখন almost পাগল এ মন
বিষ পানে অভ্যস্ত এ জীবন
শূন্য দু′হাত আবার চাইছে
ফিরিয়ে নিয়ে চলো
তিস্তানে
তিস্তানে
তিস্তানে
ষোল টাকা দিয়ে শেষ
তিন টাকা দিয়ে মুক্তি কিনে
হবো নিরুদ্দেশ
পাঁচ টাকা দিয়ে দিনের শুরু
ষোল টাকা দিয়ে শেষ
তিন টাকা দিয়ে মুক্তি কিনে
হবো নিরুদ্দেশ
তখন কেন হাত বাড়ালে?
এখন কেন চুপ?
তখন কেন জ্বাললে আলো?
এখন পোড়াও ধূপ?
আর এখন তুমি নিচ্ছো অন্য রূপ
আর এখন almost পাগল এ মন
বিষ পানে অভ্যস্ত এ জীবন
শূন্য দু′হাত আবার চাইছে
ফিরিয়ে নিয়ে চলো
তিস্তানে
তিস্তানে
তিস্তানে
মাসটা যখন ফুরিয়ে যাবে
ওরা দেবে অনেক টাকা
তবু মাসের শেষেই মনে হবে
ভেতরটা খুব ফাঁকা
সময় যখন আটকে রাখবে
সময় চলবে না
যখন সময় অনেক দরকার
সময় থাকবে না
তখন সময় তোমার পাশে নেই
আর এখন almost পাগল এ মন
বিষ পানে অভ্যস্ত এ জীবন
শূন্য দু'হাত আবার চাইছে
ফিরিয়ে নিয়ে চলো
তিস্তানে
তিস্তানে
তিস্তানে
যখন বলেছিলাম আমি চলে যাবো
তখন কেন কাঁদো নি?
একের পর এক ভুল করেছি
তবু কেন আটকাওনি?
যতক্ষণ তুমি জিতছো
প্রত্যেকটা মানুষ তোমার সাথে
তুমি একবার হেরে যাও
আর কেউ নেই তোমার পাশে
তখন কেন হাত বাড়ালে?
এখন কেন চুপ?
তখন কেন জ্বাললে আলো?
এখন পোড়াও ধূপ?
আর এখন তুমি নিচ্ছো অন্য রূপ
আর এখন almost পাগল এ মন
বিষ পানে অভ্যস্ত এ জীবন
শূন্য দু′হাত আবার চাইছে
ফিরিয়ে নিয়ে চলো
তিস্তানে
তিস্তানে
তিস্তানে
Writer(s): Anupam Roy Lyrics powered by www.musixmatch.com