Rajprasader Bondee Songtext
von Anupam Roy
Rajprasader Bondee Songtext
রাজপ্রাসাদের বন্দীগুলো আয় না
আমি গরাদ ভাঙার শব্দ শুনেছি
হালকা মেঘে ভাসছে চাঁদের আলো
এই আলোয় বসেই বছর গুনেছি
ঐ অশ্বারোহীর মুখটা দেখা যায় না
শুধু ঘোড়ার পায়ের শব্দ শুনে যাই
তোরা আবার কেন ভাবতে বসলি ভাই রে
আমি আজকে রাতেই পালিয়ে যেতে চাই
বাড়তে থাকে রক্তচাপের ১০৪-এর জ্বর
বাড়তে থাকে বন্দী দেহের ১০০ কণ্ঠস্বর
তাই আর দেরী আর নয়
এই কাঁচের খাঁচা ভাঙতে কিসের ভয়
এই রাজপ্রাসাদের রাজার ঘরে গিয়ে
জানতে চাইবি রাজার পরিচয়
শুনছি রাজা আমার মতো বলেই
সারাজীবন পাচ্ছে এত ভয়
ভালোবাসা বন্দী রাখা যায় না
শুধু নিয়ম করে চোখ রাঙানোই সার
ধর্ম-বিজ্ঞান অনেক হলো, অন্য কথা বল
আমার প্রেমে আমার অধিকার
বাড়তে থাকে রক্তচাপের ১০৪-এর জ্বর
বাড়তে থাকে বন্দী দেহের ১০০ কণ্ঠস্বর
তাই আর দেরী আর নয়
এই কাঁচের খাঁচা ভাঙতে কিসের ভয়
আমি গরাদ ভাঙার শব্দ শুনেছি
হালকা মেঘে ভাসছে চাঁদের আলো
এই আলোয় বসেই বছর গুনেছি
ঐ অশ্বারোহীর মুখটা দেখা যায় না
শুধু ঘোড়ার পায়ের শব্দ শুনে যাই
তোরা আবার কেন ভাবতে বসলি ভাই রে
আমি আজকে রাতেই পালিয়ে যেতে চাই
বাড়তে থাকে রক্তচাপের ১০৪-এর জ্বর
বাড়তে থাকে বন্দী দেহের ১০০ কণ্ঠস্বর
তাই আর দেরী আর নয়
এই কাঁচের খাঁচা ভাঙতে কিসের ভয়
এই রাজপ্রাসাদের রাজার ঘরে গিয়ে
জানতে চাইবি রাজার পরিচয়
শুনছি রাজা আমার মতো বলেই
সারাজীবন পাচ্ছে এত ভয়
ভালোবাসা বন্দী রাখা যায় না
শুধু নিয়ম করে চোখ রাঙানোই সার
ধর্ম-বিজ্ঞান অনেক হলো, অন্য কথা বল
আমার প্রেমে আমার অধিকার
বাড়তে থাকে রক্তচাপের ১০৪-এর জ্বর
বাড়তে থাকে বন্দী দেহের ১০০ কণ্ঠস্বর
তাই আর দেরী আর নয়
এই কাঁচের খাঁচা ভাঙতে কিসের ভয়
Writer(s): Anupam Roy Lyrics powered by www.musixmatch.com