Bijli Bati Songtext
von Anupam Roy
Bijli Bati Songtext
আমার দিন ফুরালে বিজলী বাতি
কলম খোঁচায় গল্প পাতি
তোমার শব্দে মাতামাতি
মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি
আমার দিন ফুরালে বিজলী বাতি
কলম খোঁচায় গল্প পাতি
তোমার শব্দে মাতামাতি
মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি
আমার...
বাইরের ঘরে আগুন গিলছে প্রাচীন ভূত
প্রলাপ বকছে চীনের রাষ্ট্রদূত
TV-′র পর্দায় সব কিছুই প্রস্তুত
আমার বইয়ের তাকে জমছে ধুলো
পথ হারাচ্ছে শব্দগুলো
হঠাৎ তোমার কপাল ছুঁলো
নাড়লে কড়া দরজা খুলো
আমার...
হালকা পায়ে ভাঙছে সিঁড়ি তোমার গান
চামচ মাপছে চিনির পরিমাণ
দেয়ালে ঝুলছে আমার অভিমান
আমার দিন ফুরালে বিজলী বাতি
কলম খোঁচায় গল্প পাতি
তোমার শব্দে মাতামাতি
মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি
আমার...
কলম খোঁচায় গল্প পাতি
তোমার শব্দে মাতামাতি
মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি
আমার দিন ফুরালে বিজলী বাতি
কলম খোঁচায় গল্প পাতি
তোমার শব্দে মাতামাতি
মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি
আমার...
বাইরের ঘরে আগুন গিলছে প্রাচীন ভূত
প্রলাপ বকছে চীনের রাষ্ট্রদূত
TV-′র পর্দায় সব কিছুই প্রস্তুত
আমার বইয়ের তাকে জমছে ধুলো
পথ হারাচ্ছে শব্দগুলো
হঠাৎ তোমার কপাল ছুঁলো
নাড়লে কড়া দরজা খুলো
আমার...
হালকা পায়ে ভাঙছে সিঁড়ি তোমার গান
চামচ মাপছে চিনির পরিমাণ
দেয়ালে ঝুলছে আমার অভিমান
আমার দিন ফুরালে বিজলী বাতি
কলম খোঁচায় গল্প পাতি
তোমার শব্দে মাতামাতি
মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি
আমার...
Writer(s): Anupam Roy Lyrics powered by www.musixmatch.com