Tobo Charan Tole Songtext
von Anup Ghoshal
Tobo Charan Tole Songtext
তব চরণতলে সদা রাখিয়ো মোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
দীনবন্ধু করুণাসিন্ধু
দীনবন্ধু করুণাসিন্ধু
শান্তি সুধা দিয়ো চিত্ত-চকোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
কাঁদিছে চিত "নাথ, নাথ" বলি
সংসার কান্তারে সুপথ ভুলি
কাঁদিছে চিত "নাথ, নাথ" বলি
সংসার কান্তারে সুপথ ভুলি
তোমার অভয় শরণ আজি মাগি
তোমার অভয় শরণ আজি মাগি
দেখাও পথ অন্ধ তিমিরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
মন্দ ভালো মম সব তুমি নিয়ো
দুঃখী জন হিত সাধিতে দিয়ো
মন্দ ভালো মম সব তুমি নিয়ো
দুঃখী জন হিত সাধিতে দিয়ো
হে নারায়ণ, দীনরূপে আসিয়ো
হে নারায়ণ, দীনরূপে আসিয়ো
বাঁধিয়ো সবে মম প্রেম ডোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
দীনবন্ধু করুণাসিন্ধু
শান্তি সুধা দিয়ো চিত্ত-চকোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
দীনবন্ধু করুণাসিন্ধু
দীনবন্ধু করুণাসিন্ধু
শান্তি সুধা দিয়ো চিত্ত-চকোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
কাঁদিছে চিত "নাথ, নাথ" বলি
সংসার কান্তারে সুপথ ভুলি
কাঁদিছে চিত "নাথ, নাথ" বলি
সংসার কান্তারে সুপথ ভুলি
তোমার অভয় শরণ আজি মাগি
তোমার অভয় শরণ আজি মাগি
দেখাও পথ অন্ধ তিমিরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
মন্দ ভালো মম সব তুমি নিয়ো
দুঃখী জন হিত সাধিতে দিয়ো
মন্দ ভালো মম সব তুমি নিয়ো
দুঃখী জন হিত সাধিতে দিয়ো
হে নারায়ণ, দীনরূপে আসিয়ো
হে নারায়ণ, দীনরূপে আসিয়ো
বাঁধিয়ো সবে মম প্রেম ডোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
দীনবন্ধু করুণাসিন্ধু
শান্তি সুধা দিয়ো চিত্ত-চকোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
চরণতলে সদা রাখিয়ো মোরে
Writer(s): Atul Prasad Sen Lyrics powered by www.musixmatch.com