Kanna Minche Songtext
von Sonu Nigam
Kanna Minche Songtext
সবকিছু বদলে গেল এক রাতের নিমিষেই
তুমি হারিয়ে যাবে বলেছিলে কবে
আজ তোমায় হারিয়ে আমি একা এই রাতে
ভাবনাতে তোমাকে খুজেছি কী তবে
ভাবি তুমি আসবে ফিরে, ধরবে হাতগুলো
বলবে তুমি কেদো না,
ফিরে এসেছি এই দেখো
আর বলবে কেদো না তুমি
এবারই তো শেষ কান্না
বসে আছি আমি তোমার জন্যে
আসো না, ফিরে আসো না, আসো না
ফিরে আসো না
ফিরে এসেছি, ভালোবেসে
তোমায় আমি প্রতিটিবার
সব ব্যাথা ভুলে, সব কষ্ট ফেলে
এসেছি আজি আমি তোমার কাছে
তবু তুমি নেই আজ আমার পাশে
হারিয়ে গেছো তুমি বহুদুরে
ভাবি তুমি আসবে ফিরে
ধরবে হাতগুলো, বলবে তুমি কেদো না,
ফিরে এসেছি এই দেখো
আর বলবে কেদো না তুমি,
এবারই তো শেষ কান্না,
বসে আছি আমি তোমার জন্যে
আসো না, ফিরে আসো না,
আসো না, ফিরে আসো না
I wasn′t ready, I didn't know
I thought we would last forever
Never thought you would go
But you left me
Yes you left me for her.
And here I was sick of trying
Tired of crying was dying
Every morning, every night
5 o′clock, every-time i cried
Everything you said, you only lied
It was my fault, that i couldn't know
So baby today in this last song
Is where you belong
Cause this time
This time I'm gone
যখন আধারে পথ হারিয়েছি
তুমি ছিলে হাতটি ধরে
যখন ছিলোনা কেও আমার পাশে
তুমি আমাই করেছিলে আপন
তবু তুমি নেই আজ আমার পাশে
হারিয়ে গেছো তুমি বহুদুরে
আজ সব হারিয়ে আমি
তোমার কাছে দাঁড়িয়ে
জানি তুমি ফিরে আসবে না
আজ তুমি কোথায় হারিয়ে
তুমি তো ছিলে আমারই তবে
কেনো নেই তোমার চোখে কান্না
বসে আছি আমি তোমার জন্যে
আসো না, ফিরে আসোনা
আসো না, ফিরে আসোনা
তুমি হারিয়ে যাবে বলেছিলে কবে
আজ তোমায় হারিয়ে আমি একা এই রাতে
ভাবনাতে তোমাকে খুজেছি কী তবে
ভাবি তুমি আসবে ফিরে, ধরবে হাতগুলো
বলবে তুমি কেদো না,
ফিরে এসেছি এই দেখো
আর বলবে কেদো না তুমি
এবারই তো শেষ কান্না
বসে আছি আমি তোমার জন্যে
আসো না, ফিরে আসো না, আসো না
ফিরে আসো না
ফিরে এসেছি, ভালোবেসে
তোমায় আমি প্রতিটিবার
সব ব্যাথা ভুলে, সব কষ্ট ফেলে
এসেছি আজি আমি তোমার কাছে
তবু তুমি নেই আজ আমার পাশে
হারিয়ে গেছো তুমি বহুদুরে
ভাবি তুমি আসবে ফিরে
ধরবে হাতগুলো, বলবে তুমি কেদো না,
ফিরে এসেছি এই দেখো
আর বলবে কেদো না তুমি,
এবারই তো শেষ কান্না,
বসে আছি আমি তোমার জন্যে
আসো না, ফিরে আসো না,
আসো না, ফিরে আসো না
I wasn′t ready, I didn't know
I thought we would last forever
Never thought you would go
But you left me
Yes you left me for her.
And here I was sick of trying
Tired of crying was dying
Every morning, every night
5 o′clock, every-time i cried
Everything you said, you only lied
It was my fault, that i couldn't know
So baby today in this last song
Is where you belong
Cause this time
This time I'm gone
যখন আধারে পথ হারিয়েছি
তুমি ছিলে হাতটি ধরে
যখন ছিলোনা কেও আমার পাশে
তুমি আমাই করেছিলে আপন
তবু তুমি নেই আজ আমার পাশে
হারিয়ে গেছো তুমি বহুদুরে
আজ সব হারিয়ে আমি
তোমার কাছে দাঁড়িয়ে
জানি তুমি ফিরে আসবে না
আজ তুমি কোথায় হারিয়ে
তুমি তো ছিলে আমারই তবে
কেনো নেই তোমার চোখে কান্না
বসে আছি আমি তোমার জন্যে
আসো না, ফিরে আসোনা
আসো না, ফিরে আসোনা
Writer(s): S A Lokesh Kumar, Jayant Kaikini Lyrics powered by www.musixmatch.com