Jhoro Jhoro Borishe Songtext
von Rezwana Chowdhury Bannya
Jhoro Jhoro Borishe Songtext
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
ফিরে বায়ু হাহাস্বরে, ফিরে বায়ু হাহাস্বরে
ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে
রজনী আঁধারা, রজনী আঁধারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা
অকূলা রে, তিমিরদুকূলা রে
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা
অকূলা রে, তিমিরদুকূলা রে
নিবিড় নীরদ গগনে, গরগর গরজে সঘনে
চঞ্চলচপলা চমকে, চঞ্চলচপলা চমকে
নাহি শশীতারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
ফিরে বায়ু হাহাস্বরে, ফিরে বায়ু হাহাস্বরে
ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে
রজনী আঁধারা, রজনী আঁধারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা
অকূলা রে, তিমিরদুকূলা রে
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা
অকূলা রে, তিমিরদুকূলা রে
নিবিড় নীরদ গগনে, গরগর গরজে সঘনে
চঞ্চলচপলা চমকে, চঞ্চলচপলা চমকে
নাহি শশীতারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
Writer(s): Rabindranath Tagore, Tapan Basu Lyrics powered by www.musixmatch.com