Kothao Amar hariye Jabar Nei Mana Songtext
von Rabindranath Tagore
Kothao Amar hariye Jabar Nei Mana Songtext
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে!
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে!
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্-কথার– পারুলবনের চম্পারে মোর হয় জানা
মনে মনে!
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে!
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে...
আমি যাই ভেসে দূর দিশে–
পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা
মনে মনে!
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে!
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে!
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে!
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে!
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্-কথার– পারুলবনের চম্পারে মোর হয় জানা
মনে মনে!
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে!
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি
মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি।
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে...
আমি যাই ভেসে দূর দিশে–
পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা
মনে মনে!
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে!
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা
মনে মনে!
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে!
Writer(s): TAGORE RABINDRANATH, RABINDRANATH TAGORE Lyrics powered by www.musixmatch.com